China Rains: চিনের শানঝিতে ভয়াবহ বন্যা, জলের তলায় ডুবে গিয়েছে শিল্পাঞ্চল, ৫৫ হাজার মানুষ ঘরছাড়া
চিনে ভয়াবহ বন্যা। এত বড় বন্যা চিনের শানঝিতে গত দশ বছরে হয়নি। ভয়াবহ এই বন্যার প্রভাব এতটাই বেশি ৫৫ হাজার মানুষ ঘরছাড়া। যে অঞ্চলে এই বন্যা হয়েছে তাতে অনেক কয়লার খনি, কেমিক্যাল প্লান্ট রয়েছে। সেসবের বেশিরভাগই জলের তলায়।
বেজিং, ৯ অক্টোবর: চিনে ভয়াবহ বন্যা (China Flood)। এত বড় বন্যা চিনের শানঝিতে গত দশ বছরে হয়নি। ভয়াবহ এই বন্যার প্রভাব এতটাই বেশি ৫৫ হাজার মানুষ ঘরছাড়া। যে অঞ্চলে এই বন্যা হয়েছে তাতে অনেক কয়লার খনি, কেমিক্যাল প্লান্ট রয়েছে। সেসবের বেশিরভাগই জলের তলায়। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য্য এতই নজরকড়া বহু পর্যটক সেখানে আসেন। কিন্তু এখন শুধু জল আর জল। এই অঞ্চলের যত মেট্রো স্টেশন আছে, সেসবই ডুবে গিয়েছে জলের তলায়।
দেখুন ছবি
গোদের ওপর বিষ ফোঁড়ার মত সেখানে এখনও রেকর্ড বৃষ্টিপাত হয়েই চলেছে। ভারী বৃষ্টির কারণে ভূমিধস ও বাড়ি ভেঙে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীদের কাজটা কঠিন হয়ে পড়েছে দুর্গম অঞ্চলে। আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, মৃত ৫০
দেখুন ভিডিও
লেভেল থ্রি এমার্জেন্সি জারি করা হয়েছে সেখানে। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ কবে থামবে তা এখনও সেখানকার আবহাওয়া দফতর বলতে পারছে না। চিনে বন্যা একটা বড় সমস্যা। এই বন্যার ভয়বহতা এতই বেশি যে প্রশাসন চিন্তায়। আপাতত চিনা প্রশাসন এই বন্যার উদ্ধারকাজে ৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ফেলেছে।