Flight: মাঝ আকাশে বিমান, হঠাৎ নগ্ন হয়ে দৌড় শুরু যাত্রীর, তারপর?

অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি হাতের বাইরে বের হতে থাকলে মাঝ আকাশ থেকেই পুলিশ ও বিমান বন্দরে ফোন করে বিষয়টি জানানো হয়। এরপর নিরাপদেই বিমানটিকে পার্থ বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

ফ্লাইটে নগ্ন হয়ে দৌড়, গন্তব্যে না গিয়ে ফিরে গেল বিমান (ছবিঃX)

নয়াদিল্লিঃ অস্ট্রেলিয়ার ( Australia) পার্থ (Perth) থেকে মেলবোর্ন (Melbourn)শহরের উদ্দেশে রওনা দিয়েছিল ভার্জিন অস্ট্রেলিয়া (Australia)  এয়ারলাইনসের একটি বিমান। কিন্তু যাত্রা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই বিমানবন্দরে ফিরে আসে বিমানটি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের মতে, বিমানটি সাড়ে তিন ঘণ্টার যাত্রা শুরুর প্রায় দেড় ঘণ্টার মধ্যে আবার পার্থে ফিরে আসে। জানা যায়, বিমানটি যখন মাঝ আকাশে তখন ফ্লাইটের মধ্যে নগ্ন হয়ে দৌড়ে বেড়াতে শুরু করেন এক যাত্রী। বিমানে উপস্থিত এক ক্রুকে ধাক্কা মেরে ফেলে পর্যন্ত দেন তিনি। অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি হাতের বাইরে বের হতে থাকলে মাঝ আকাশ থেকেই পুলিশ ও বিমান বন্দরে ফোন করে বিষয়টি জানানো হয়। এরপর নিরাপদেই বিমানটিকে পার্থ বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। ওই ব্যাক্তিকে আটক করে পুলিশ। শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেন এমন আচরণ করলেন ওই ব্যাক্তি, তা খতিয়ে দেখছে পুলিশ। আগামী ১৪ই জুন অভিযুক্তকে পারথের ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে। এয়ারলাইনসের মুখপাত্র এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছেন।



@endif