Eiffel Tower Re-opens: আজ থেকে খুলে গেল ফ্রান্সের আইফেল টাওয়ার

করোনাভাইরাসের (COVID-19 Pandemic) কারণে তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল ফ্রান্সের আইফেল টাওয়ার (Eiffel Tower)। ফ্রান্সের (France) স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০ টায় আইফেল টাওয়ার খুলে দেয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এতদিন আইফেল টাওয়ার বন্ধ ছিল। এদিকে আজ থেকে খুলে গেলেও এখনই সবকিছু আগের মতো থাকবে না। অল্প সংখ্যায় লোকজনকেই একবারে ঢুকতে দেওয়া হবে। কঠোরভাবে মানতে হবে সামাজিক দূরত্বের নিয়ম। ১১ বছরের বেশি হলেই মাস্ক পরা বা মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক। কউকেই এখনই দ্বিতীয় তলার বেশি উঠতে দেওয়া হবে না।

Eiffel Tower

প্যারিস, ২৫ জুন: করোনাভাইরাসের (COVID-19 Pandemic) কারণে তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল ফ্রান্সের আইফেল টাওয়ার (Eiffel Tower)। ফ্রান্সের (France) স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০ টায় আইফেল টাওয়ার খুলে দেয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এতদিন আইফেল টাওয়ার বন্ধ ছিল। এদিকে আজ থেকে খুলে গেলেও এখনই সবকিছু আগের মতো থাকবে না। অল্প সংখ্যায় লোকজনকেই একবারে ঢুকতে দেওয়া হবে। কঠোরভাবে মানতে হবে সামাজিক দূরত্বের নিয়ম। ১১ বছরের বেশি হলেই মাস্ক পরা বা মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক। কউকেই এখনই দ্বিতীয় তলার বেশি উঠতে দেওয়া হবে না।

এছাড়া লিফট ব্যবহার করা যাবে না। সিড়ি ব্যবহার করতে হবে। ইউরোপ সীমান্ত দিয়ে দেশে ঢোকা বা বের হওয়ার ওপরে নিষেধাজ্ঞা ১৫ জুন তুলে নিয়েছে ফ্রান্স সরকার। ১৮৮৯ সালে আইফেল টাওয়ারের কাজ শেষ হয়। প্রতি বছর ৭০ লাখ পর্যটক আইফেল টাওয়ার পরিদর্শন করে থাকেন। এর মধ্যে এক তৃতীয়াংশই বিদেশি পর্যটক। আরও পড়ুন: U.S. State Department Country Reports on Terrorism 2019: পাকিস্তান এখনও সন্ত্রাসবাদী সংগঠনগুলির জন্য নিরাপদ আশ্রয়: রিপোর্ট অ্যামেরিকার প্রশাসনের

আজ পর্যন্ত ফ্রান্সে ১ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৩৪ জন।