IPL Auction 2025 Live

Order Of The Nile: মোদিকে দেশের সর্বোচ্চ সম্মান 'অর্ডার অফ দ্য নীল'-এ ভূষিত করলেন মিশরের রাষ্ট্রপতি, দেখুন ভিডিয়ো

রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিশরের সর্বোচ্চ সরকারি সম্মান অর্ডার অফ দ্য নীল-এ ভূষিত করলেন সেদেশের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি।

Photo Credits: ANI

রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian PM Narendra Modi) মিশরের সর্বোচ্চ সরকারি সম্মান (Egypt's highest state honour) অর্ডার অফ দ্য নীল (Order of the Nile)-এ ভূষিত করলেন সেদেশের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি (Egyptian President Abdel Fattah al-Sisi)। কায়রোয় (Cairo) বিশেষ একটি অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে এই সম্মান জানান তিনি। আরও পড়ুন: PM Modi In Al-Hakim Mosque: ইতিহাস প্রসিদ্ধ আল হাকিম মসজিদ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দেখুন ভিডিয়ো:

তার আগে ভারতের প্রধানমন্ত্রী ও মিশরের রাষ্ট্রপতি দু দেশের মধ্যে একটি মউ (MoU) চুক্তিও সাক্ষর করেন।

গত ৯ বছরের অনেক আন্তর্জাতিক সম্মান পেয়ছেন প্রধানমন্ত্রী মোদি। এটা তাঁর অন্য দেশের দেওয়া ১৩তম সর্বোচ্চ সরকারি সম্মান হল।

১৯৯৭ সালের পর এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফর করছেন। তাই স্বাভাবিক ভাবেই এই সফর মিশরের কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কায়রো বিমান বন্দরে আগে থেকেই পৌঁছে গেছিলেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাডবাউলি (Prime Minister of Egypt Mostafa Madbouly)। কায়রোর যে হোটেলে মোদী রয়েছেন সেই হোটেল সাজিয়ে তোলা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর ভূমিকা নিয়ে মিশরীয় কবি আহমেদ শাওকির লেখা কবিতা 'গান্ধী'র চিত্র দিয়ে। এছাড়াও মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাতেহ এল সিসির ভারত সফরের একাধিক ছবি সারি দিয়ে সাজানো হয়েছে হোটেলের করিডর।