IPL Auction 2025 Live

Gaza Ceasefire: গাজাকে রোজ গ্যাস দেবে ইজিপ্ট, সংঘর্ষ বিরতির পর দেড় মাস টানা আক্রমণের ছক ইজরায়েলের

আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে জটিল সংঘর্ষ বিরতি চুক্তি আজ থেকে কার্যকর হতে চলেছে। চ

Gaza Devastation (Photo Credit: Twitter)

সব ঠিকঠাক চললে, আজ শুক্রবার থেকে গাজায় চার দিনের সংঘর্ষ বিরতি হতে চলেছে। আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে জটিল সংঘর্ষ বিরতি চুক্তি আজ থেকে কার্যকর হতে চলেছে। চুক্তি অনুযায়ী চার দিন গাজা, ওয়েস্ট ব্যাঙ্ক সহ প্য়ালেস্টাইনের কোনও জায়গায় হামলা করবে না ইজরায়েল। তার বিনিময়ে ইজরায়েলের ৫০ জনকে পণবন্দিকে মুক্তি দেবে হামাস। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে টানা গাজায় আকাশপথে পরে স্থল অভিযানের মাধ্যমে অভিযান চালাচ্ছে ইজরায়েল। বিশ্বের বহু দেশ যুদ্ধ বিরতির পক্ষে সওয়াল, বড় আন্দোলন হলেও ইজরায়েল কিছুতেই তা রাজি হয়নি। ৪৭ দিন ধরে টানা গাজায় হামলা চালিয়ে উত্তর গাজার নিয়ন্ত্রণ নিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। তবে সেটাকরতে গিয়ে হামাস জঙ্গিরা কোণঠাসা হয়েছে ঠিকই, কিন্তু গাজার সাধারণ মানুষের জীবন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।

গত ৭ অক্টোবর সীমান্তে টপকে জঙ্গি হামলা চালিয়ে ইজরায়েল থেক তিনশো জনকে ধরে নিয়ে গাজায় পণবন্দি রেখেছ হামাস। তাদের মধ্য থেকে ৫০ জনের মুক্তির বিনিময়ে ইজরায়েল সরকার চার দিনের সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। তবে সংঘর্ষ বিরতির মাঝে গাজায় থাকবে ইজরায়েলের সেনা।

এদিকে, গাজার পাশে ফের দাঁড়াল ইজিপ্ট। সংঘর্ষ বিরতির চার দিন গাজায় প্রতিদিন গ্যাস পাঠাবে পিরামিডের দেশ। সঙ্গে খাবার, জল থেকে শুরু সব নিত্য প্রয়োজনীয় জিনিস রাফা সীমান্ত থেকে পাঠাবে ইজিপ্ট। এর আগে গাজায় আহতদের চিকিতসার জন্য ইজিপ্টে নিয়ে বিনা খরচে চিকিতসা করার দায়িত্ব নিয়েছে ইজিপ্ট। এদিকে, ইজরায়েলের সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, চার দিনের সংঘর্ষ বিরতির শেষ হলেই ফের গাজায় টানা দেড় মাস ধরে হামাসের ঘাঁটিতে হামলা চালানো হবে। হামাস জঙ্গিদের পুরোপুরি নিশ্চিহ্ন না করা অবধি পিছু হবে না ইজরায়েল।