Joe Biden On Ebrahim Raisi: 'রাইসির হাতে বহু মানুষের রক্ত লেগে', মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্টকে আক্রমণ বাইডেনের
প্রচণ্ড কুাশার জেরে রবিবার ভেঙে পড়ে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। আজারবাইজানের কাছে তথা তেহরান থেকে ৬০০ কিলোমিটার দূরে রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ে।
ইরানের (Iran) প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে যখন শোকজ্ঞাপন করত শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে রুশ প্রেসিডেন্ট পুতিনরা (Vladimir Putin), সেই সময় কটাক্ষের সুর শোনা গেল জো বাইডেনের (Joe Biden) গলায়। ইবরাহিম রাইসির মৃত্যুর পর ইরানের মৃত প্রেসিডেন্টকেও কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, ইরানের প্রেসিডেন্টের হাতে অনেক রক্ত লেগে রয়েছে । ইব্রাহিম রাইসির মৃত্যুতে যখন শোকস্তব্ধ ইরান, সেই সময় রাশিয়ার বন্ধুকে আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট।
দেখুন ট্যুইট...
প্রচণ্ড কুাশার (Fog) জেরে রবিবার ভেঙে পড়ে ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi) হেলিকপ্টার (Helicopter)। আজারবাইজানের কাছে তথা তেহরান থেকে ৬০০ কিলোমিটার দূরে রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ে। ঘন কুয়াশার জেরে কিছু দেখতে না পাওয়াতেই ইরানের (Iran) প্রেসিডেন্টের হেলিকপ্টার পাহাড়ের কোলে ভেঙে পড়ে। ইরানের প্রশাসনের তরফে সংবাদমাধ্যম রয়টার্সকে এই খবর জানানো হয় বলে জানা যায়।
আজারবাইজান থেকে ফেরার পথে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ছিলেন সে দেশের বিদেশমন্ত্রী, আজারবাইজানের পশ্চিম প্রদেশের গভর্নর, একজন ইমাম। সেই সঙ্গে হেলিকপ্টারের চালক, সহকারী চালক, ক্রু প্রধান, নিরাপত্তা প্রধান এবং আরও একজন নিরাপত্তারক্ষী। ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ায় প্রেসিডন্ট-সহ ৯ জনেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।