Earthquake: বড়সড় কম্পন, ফের ৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল হাওয়াই দ্বীপপুঞ্জ

Earthquake. (Photo Credits: PTI)

হিলো, ১১ অক্টোবর: ফের ভূমিকম্প (Earthquake)। ভূমিকম্পের জেরে এবার কেঁপে উঠল হাওয়াই দ্বীপপুঞ্জ (Hawaii)। ৬.১ মাত্রার ভুমিকম্পের প্রথম ঝটকা অনুভব করতেই ঘর থেকে বেরিয়ে পড়তে শুরু করেন মানুষ। প্রাণহানি রুখতেই ৬.১ মাত্রার কম্পন অনুভূত হতেই গোটা এলাকার মানুষ ঘর থেকে বাইরে বের হতে শুরু করেন। হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে কোনও ক্ষয়ক্ষতি হয় কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে  পাকিস্তান (Pakistan)। দক্ষিণ পাকিস্তানের (South Pakistan) একাধিক এলাকা ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে। জোরদার কম্পনে দক্ষিণ পাকিস্তানে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়। আহত হন ২০০-রও বেশি মানুষ।

আরও পড়ুন:  Jammu & Kashmir: অনন্তনাগ, বন্দিপোরায় গুলির লড়াই, লস্করের ২ জঙ্গিকে খতম করল বাহিনী

জোরদার ভূমিকম্পের পরপরই হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার কাজ শুরু হয়। তবে জোরদার ওই কম্পনের পর আফটার শকে আর কোনও ক্ষয়ক্ষতির খবর দক্ষিণ পাকিস্তান থেকে মেলেনি।