Earthquake: চিনে ভূমিকম্প, ৪.৭ মাত্রার কম্পনে কাঁপল হোন্টান

Earthquake (Photo Credit: File Photo)

এবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল চিন (China) । ৪.৭ মাত্রার ভূমিকম্পে আচমকাই কেঁপে ওঠে হোন্টান। দক্ষিণ-পশ্চিম চিনের অন্যতম শহর হোন্টান। এবার সেখানেই ৪.৭ মাত্রার কম্পনে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মাঝে।  তবে ভূমিকম্পের জেরে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও সুস্পষ্ট ধারনা মেলেনি। সম্প্রতি তুরস্ক এবং সিরিয়া কেঁপে ওঠে ভয়াবহ ভূমিকম্পের জেরে। তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ কম্পনের জেরে মৃতের সংখ্যা ৪০ হাজার পার করেছে। যা নিয়ে এখনও আতঙ্ক কাটেনি বিশ্বের।

আরও পড়ুন: Turkey Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ককে সাহায্য, 'দোস্ত' ভারতকে ধন্যবাদ রাষ্ট্রদূতের