বিদেশমন্ত্রী এস জয়শংকর (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২০ আগস্ট: “মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্ব এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে। এখন টিকে থাকতে হলে সমস্তরকম গোঁড়ামিকে দূরে সরিয়ে রাখতে হবে। আমরা যখন মহামারী থেকে বেরিয়ে আসব, তখন আমাদের মনে রাখতে হবে যে, বিশ্ব আর কখনওই আগের পরিস্থিতিতে ফিরবে না। এর অর্থ হল, নতুন চিন্তাধারা, আনকোরা আইডিয়া, অনেক অনেক বেশি কল্পনা এবং অবশ্যই গোঁড়ামিকে বিসর্জন দিয়ে একটা উদারনৈতিক বাতাবরণ তৈরি করা। এসবই হবে আমাদের মূল লক্ষ্য।” এশিয়ান ইন্ডিয়া নেটওয়ার্ক অফ থিংক ট্যাঙ্কের গোলটেবিল বৈঠকে একথাই বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (EAM S Jaishankar)। তিনি জানান, মহামারী কোভিড-১৯ এর প্রভাবে যা ক্ষতি হচ্ছে তা সমস্তরকম সংগৃহীত পরিকল্পনাকে ছাড়িয়ে গিয়েছে। এই ভাইরাস যে আর কতটা ক্ষতিসাধন করবে তা এখনও স্পষ্ট নয়। আরও পড়ুন-Alexei Navalny Allegedly Poisoned: পুতিনের প্রতিদ্বন্দ্বি অ্যালেক্সি নাভালানিকে বিষ প্রয়োগ, ভেন্টিলেশনে রাশিয়ান রাজনীতিক

বিদেশমন্ত্রী বলেন, “এই মুহূর্তে বিশ্ব এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। এই মাত্রাহীন সংকট আমরা কেউই আগে দেখিনি। মহামারীর গ্রাসে পতিনিয়ত মৃত্যু সংক্রমণ বাড়ছে। কোভিডের গ্রাসে কয়েকমাস কেটেও গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই মারণ রোগের ক্ষতিসনের বিস্তৃতি বোঝা যাচ্ছে না। তাই আমাদের সমস্তরকম অনুমানের বাইরে কোভিডের ক্ষতির পরিমাণ। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ধারণা করা যায় যে করোনার কবলে পড়ে এখনও পর্যন্ত বিশ্বের আর্থিক ক্ষতির পরিমাণ ৫.৮ লক্ষ কোটি মার্কিন ডলার থেকে ৮.৮ লক্ষ কোটি মার্কিন ডলার। বিশ্বের জিডিপি এখন ৬.৫-৯.৭ শতাংশের মধ্যে দাঁড়িয়েছে। সবমিলিয়ে ভয়াবহ ডিপ্রেশনের পর ফের আবার করোনাকালে বিশ্ব অর্থনীতি এমন একটি সংকটে পৌঁছালো।”