Donald Trump: 'Happy Good Friday' টুইট করে সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প

গুড ফ্রাইডে'-(Good Friday) তে "হ্যাপি গুড ফ্রাইডে" কামনা করে টুইট করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর সেই কারণে তিনি নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন। আসলে খ্রিস্টানরা এই দিনটিকে উৎসবের দিন হিসেবে পালন করেন না। 'গুড ফ্রাইডে' শোকের দিন হিসাবে বিবেচিত হয়। খ্রিস্টান আজকের দিনে একে অপরকে শুভেচ্ছা জানালেও হ্যাপি শব্দটি ব্যবহার করেন না।

[Photo Credits: Twitter (left)/ Getty (right)]

ওয়াশিংটন, ১০ এপ্রিল: 'গুড ফ্রাইডে'-(Good Friday) তে "হ্যাপি গুড ফ্রাইডে" কামনা করে টুইট করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর সেই কারণে তিনি নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন। আসলে খ্রিস্টানরা এই দিনটিকে উৎসবের দিন হিসেবে পালন করেন না। 'গুড ফ্রাইডে' শোকের দিন হিসাবে বিবেচিত হয়। খ্রিস্টান আজকের দিনে একে অপরকে শুভেচ্ছা জানালেও হ্যাপি শব্দটি ব্যবহার করেন না।

ট্রাম্প টুইট করতেই নেটিজেনরা ক্ষেপে লাল। একজন লিখেছেন, "খ্রিস্টান ধর্ম সম্পর্কে একেবারে কিছুই না জেনে থাকার আরও একটি প্রমাণ। গুড ফ্রাইডে-তে খুশির কিছু নেই। ইস্টার রবিবার। অপেক্ষা করুন।" আরও পড়ুন: Good Friday 2020 Wishes in Bengali: গুড ফ্রাইডে উৎসবের দিনে আপনার আত্মীয়স্বজন, পরিবার, বন্ধু-বান্ধবদের পাঠিয়ে দিন এই শুভেচ্ছাপত্রগুলি

ট্রাম্পের টুইট:

নেটিজেনদের প্রতিক্রিয়া:

আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, "গুড ফ্রাইডে হল সেই দিন, যে দিন যীশু ত্যাগ স্বীকার করেছিলাম। আমরা সেই ত্যাগের স্মরণ করি। আনন্দ ইস্টার রবিবার। আপনি এসব জানতেন যদি গির্জায় যেতেন।"