Donald Trump on Hong Kong: চিনের নতুন আইনকে কেন্দ্র করে হংকংয়ের সঙ্গেও বাণিজ্য ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রয়োগের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
WHO-র সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদের পর হংকং ইস্যুতেও (Hong Kong Issue) মার্কিন প্রশাসনের নয়া নীতির কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন হংকংয়ের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা চালু ছিল। দীর্ঘদিন থেকে চলে আসা এই নিয়মের অবসান হতে চলেছে। হংকংয়ের বিশেষ তকমা প্রত্যাহার করে নেওয়া হতে চলেছে বলে ট্রাম্প জানিয়েছেন। হংকং চিনের নতুন আইনের আওতায় পড়বে ফলে চিনের মূল ভূখণ্ডের মতোই হংকং সমান মর্যাদা পাবে।
ওয়াশিংটন, ৩০ মে: WHO-র সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদের পর হংকং ইস্যুতেও (Hong Kong Issue) মার্কিন প্রশাসনের নয়া নীতির কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এতদিন হংকংয়ের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা চালু ছিল। দীর্ঘদিন থেকে চলে আসা এই নিয়মের অবসান হতে চলেছে। হংকংয়ের বিশেষ তকমা প্রত্যাহার করে নেওয়া হতে চলেছে বলে ট্রাম্প জানিয়েছেন। হংকং চিনের নতুন আইনের আওতায় পড়বে ফলে চিনের মূল ভূখণ্ডের মতোই হংকং সমান মর্যাদা পাবে।
'এক দেশ, দুই নীতি' অনুসারে চিনের অবিচ্ছেদ্য অঙ্গ হলেও পূর্ণ স্বাধীনতা ভোগ করে হংকং। কিন্তু, হংকংয়ের ওপরে সম্প্রতি বিতর্কত জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দিয়েছে চিনের কমিউনিস্ট শাসকরা। এই আইন হংকংয়ের স্বাধীনতা হরণ করবে বলে অভিযোগ। এমন এক প্রেক্ষাপটে হংকং ইস্যুতে মার্কিন নীতির বদলের কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে কিছু চিনা ছাত্রছাত্রীদের জন্য বন্ধ হতে চলেছে মার্কিন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দরজা। আগামীদিনে তাঁরা আর মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তির সুযোগ পাবেন না। আরও পড়ুন, পক্ষপাতিত্বের দাবি করে WHO-র সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ আমেরিকার, ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প
দুই পরাশক্তিদের মধ্যে দ্বন্দ্বের এটি আরও একটি পর্ব এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কংগ্রেসকে এর আগে জানান হংকং আর চিন থেকে স্বায়ত্তশাসিত হিসাবে বিবেচনা করা যাবে না। কারণ বেজিংয়ের পক্ষে বাণিজ্যগত পদগুলি অগ্রাধিকারের ওপর নির্ভর করে গুরুতর বাণিজ্যিক প্রভাব ফেলতে পারে। ২২ শে মে হংকংয়ের জাতীয় সুরক্ষার জন্য "রোধ, হতাশ এবং শাস্তি" দেওয়ার একটি প্রস্তাব আনে চিনের আইনসভা। এই আইনটি বিচ্ছিন্নতা, বিদ্রোহ এবং সন্ত্রাসবাদকে নিষিদ্ধ ঘোষণা করে। চিনের শীর্ষ আইনসভা সংস্থা এনপিসি স্থায়ী কমিটিকে আইনটির লাগু করতে এবং হংকংয়ের ওপর এই আইন প্রয়োগের অনুমোদন দিয়ে ২৮ মে প্রস্তাবটি পাস হওয়ার কথা ছিল।