America:হোয়াইট হাউসে ট্রাম্প-বাইডেন সাক্ষাৎ, ক্ষমতার হস্তান্তর নিয়ে কী আলোচনা হল দুই নেতার?

অন্যদিকে, কমলা হ্যারিসের পরাজয়ের পর ডেমোক্রাট শিবিরে অনেকেই চাইছেন আগামী দেড় মাসের জন্য কমলাকে স্বল্পকালের প্রেসিডন্ট হিসেবে নিযুক্ত করার জন্য।

ট্রাম্প-বাইডেন সাক্ষাৎ(ছবিঃANI)

নয়াদিল্লিঃ অবশেষে সাক্ষাৎ সম্পন্ন হল। বুধবার, হোয়াইট হাউসে(White House) জো বাইডেনের(Joe Biden) সঙ্গে সাক্ষাৎ করলেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। ২০২০ সালে নির্বাচনে বাইডেনের কাছে হেরেই হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল ট্রাম্পকে। পরাজয়ের ঠিক চারবছর পর এই প্রথমবারের মতো হোয়াইট হাউসে পা দিলেন রিপাবলিকান(Republican) নেতা ট্রাম্প। এদিন বৈঠকের শুরুতেই ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন। এরপর ক্ষমতার মসৃণ এবং শান্তিপূর্ণ হস্তান্তরের কথা আশ্বস্ত করেন বাইডেন। বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন বলেন, 'ক্ষমতার মসৃণ এবং শান্তিপূর্ণ হস্তান্তরেই বরাবর বিশ্বাসী আমি। তাই হবে।' হোয়াইট হাউস সূত্রে খবর, এর উত্তরে ট্রাম্প বলেন, "যত তাড়াতাড়ি করা যায়।" আমেরিকার নিয়ম অনুযায়ী নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে ট্রাম্পের এখনও দু’মাস বাকি। বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ক্ষমতা হস্তান্তর করবেন নবনির্বাচিত প্রেসিডেন্টকে, এমনটাই জানা গিয়েছে।

অন্যদিকে, কমলা হ্যারিসের পরাজয়ের পর ডেমোক্রাট শিবিরে অনেকেই চাইছেন আগামী দেড় মাসের জন্য কমলাকে স্বল্পকালের প্রেসিডন্ট হিসেবে নিযুক্ত করার জন্য। তবে এই ব্যাপারে এখও কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি।

হোয়াইট হাউসে ট্রাম্প-বাইডেন সাক্ষাৎ



@endif