Donald Trump: হামলাকারীকে আগেই দেখতে পেয়েছিল ৩ স্নাইপার, কেন তখনই পদক্ষেপ নেওয়া হল না? উঠছে প্রশ্ন

শনিবার যে বিল্ডিংয়ের ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেই বিল্ডিংয়ের ভিতরে তিনজন স্নাইপার মোতায়েন ছিল। তাঁদের চোখ এড়িয়ে কীভাবে হামলাকারী বন্দুক হাতে বিল্ডিংয়ের ছাদে উঠল?

Donald Trump Assassination Attempt (Photo Credits: X)

শনিবার পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে ঠিক কী কারণে মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালিয়েছিল (Donald Trump Assassination Attempt) টমাস ম্যাথিউ ক্রুকস (Thomas Matthew Crooks)? কী উদ্দেশ্য ছিল তাঁর? কেন ট্রাম্পকে খুন করতে চেয়েছিল সে? রহস্যের সন্ধানে তদন্ত চালাচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ইতিমধ্যেই বেশ কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারী সংস্থার। জানা যাচ্ছে, ট্রাম্পের উপর হামলাকারী বছর কুড়ির টমাসকে গুলি চালানোর কয়েক মিনিট আগে ৫০০ ফুট দূরের একটি ছাদে দেখেছিল তিনজন স্নাইপার।

প্রাক্তন প্রেসিডেন্টের (Donald Trump) নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস স্নাইপাররা দেখতে পেয়েছিল তাকে। সেই ছবিও তুলে রাখেন এক স্নাইপার। বিষয়টিকে সন্দেহভাজন হিসাবেই দেখা হয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় সে। টমাসের গুলির লক্ষ্যভেদ হয়। বরাত জোরে গুলি ট্রাম্পের ডান কান ঘেঁষে বেরিয়ে যায়। কানে সামান্য চোট পেলেও এ যাত্রায় প্রাণরক্ষা পায় ৭৮ বছর বয়সী রিপাবলিকান রাষ্ট্রপতি প্রার্থীর। হামলাকারীর গুলি চালানোর মুহূর্তের মধ্যেই পালটা গুলি ছোঁড়ে সিক্রেট সার্ভিস স্নাইপাররা। গুলি গিয়ে সোজা লাগে টমাসের মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

তবে ঘটনার পর থেকে প্রশ্নের মুখে মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা। প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে সিক্রেট সার্ভিস স্নাইপারদেও। কীভাবে একজন বন্দুকধারী স্নাইপারদের চোখ এড়িয়ে অ্যাসল্ট রাইফেল নিয়ে ট্রাম্পের থেকে ৫০০ ফুট দূরে একটি ছাদে ওঠার অনুমতি পেল। এও জানা যাচ্ছে, শনিবার যে বিল্ডিংয়ের ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেই বিল্ডিংয়ের ভিতরে তিনজন স্নাইপার মোতায়েন ছিল। তাঁদের চোখ এড়িয়ে কীভাবে হামলাকারী বন্দুক হাতে বিল্ডিংয়ের ছাদে উঠল? টমাসকে দেখতে পাওয়ার পরেও কেন স্নাইপাররা কোন জরুরি পদক্ষেপ নিল না?