IPL Auction 2025 Live

Delhi-Doha Qatar Airways: দিল্লি থেকে দোহার পথে বিপত্তি, ১০০ যাত্রীকে নিয়ে পাকিস্তানে নামতে হল বিমানকে

QR57 এই বিমানটি দিল্লি থেকে দোহার দিকে রওনা দেয়। ২১ মার্চ সেটির দোহায় পৌঁছনোর কথা। কিন্তু দোহায় পৌঁছনোর আগেই যান্ত্রিক ত্রুটির জেরে সেটিকে করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বলে খবর।

Flight (Photo Credit: Representative Image)

দিল্লি, ২১ মার্চ:  দিল্লি (Delhi) থেকে দোহায় (Doha) যাওয়ার সময় মাঝ আকাশে কালো ধোয়া, যার জেরে জরুরি ভিত্তিতে করাচিতে নামতে হয় কাতারের একটি বিমানকে। দিল্লি-দোহার ওই বিমানের কার্গোতে ধোয়া উড়তে দেখেই চাঞ্চল্য ছড়ায়। এরপর তড়িঘড়ি সেই বিমানটিকে পাকিস্তানের (Pakistan) করাচি (Karachi) মানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। বিমানে ১০০ যাত্রী রয়েছেন। তাঁরা প্রত্যেকে নিরাপদে বলে বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়।

রিপোর্টে প্রকাশ, দিল্লি-দোহার ওই বিমানে প্রয়োজনীয় কাজ সেরে, তবেই সেটি ফের কাতারের দিকে রওনা দেবে। যাত্রীরা প্রত্যেকে ঠিক আছেন বলে আশ্বস্ত করা হয়েছে। দিল্লি-দোহার বিমানে ত্রুটির জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুন:  Sonam Kapoor Is Pregnant: সোনম কাপুর অন্তঃসত্ত্বা, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন নায়িকা

QR57 এই বিমানটি দিল্লি থেকে দোহার দিকে রওনা  দেয়। ২১ মার্চ সেটির দোহায় পৌঁছনোর কথা। কিন্তু দোহায় পৌঁছনোর আগেই যান্ত্রিক ত্রুটির জেরে সেটিকে করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বলে খবর।