IPL Auction 2025 Live

Quran: ডেনমার্কে বারবার কোরান পোড়ানোর ঘটনা রুখতে আনা হচ্ছে কড়া আইন

সুইডেন, ডেনমার্কের মত ইউরোপের দেশ বারবার ঘটছে পবিত্র ধর্মগ্রন্থ কোরান পুড়িয়ে প্রতিবাদ।

Quran Burning & Protest Against It (Photo Credit: gdh news & Reuters/ Twitter)

সুইডেন, ডেনমার্কের মত ইউরোপের দেশ বারবার ঘটছে পবিত্র ধর্মগ্রন্থ কোরান পুড়িয়ে প্রতিবাদ। ক দিন আগেই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে প্রতিবাদ দেখানো হয়। কোপেনহেগেনে ‘ড্যানিশ প্যাট্রিওটস’ নামের এক গোষ্ঠী কোরানের পাশাপাশি ইরাকের পতাকায় আগুন ধরিয়ে দিয়েছিল। কোরান কাণ্ডের জেরে ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ডেনমার্কের সম্পর্ক একেবারে খারাপ হতে শুরু করেছে।

ইউরোপের বিভিন্ন ইসলামপন্থী, মানবাধিকার সংস্থাও ডেনমার্ককে এই ইস্যুতে আক্রমণ করেছে। চাপের মুখে পড়ে ডেনমার্কে কোরান পুড়িয়ে দেওয়া, ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, পাতা ছিড়ে দেওয়ার মত ঘটনা বারবার হওয়ায় সে দেশের সরকার কঠোর আইন আনতে চলেছে।

ডেনমার্কের বিদেশ মন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন জানিয়েছেন, দেশের সরকার কোরান জ্বালিয়ে দেওয়ার ঘটনা রুখতে আইন প্রণয়নের কথা বিবেচনা করছে। ডেনমার্কে সংবাদপত্রে প্রকাশ কোরান জ্বালিয়ে দেওয়ার ঘটনায় দোষীদের বেশ কয়েক বছরের কারাদণ্ডের সাজা দেওয়ার আইন আনা হতে পারে।

দেখুন টুইট

সুইডেন এবং ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। শুক্রবারও বেশ কয়েকটি মুসলিম দেশে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।