Cyclone Chido Hit Mayotte: সাইক্লোন চিডোর আঘাতে তছনছ মায়োট, ভারতের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানালেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
প্রধানমন্ত্রী মোদী শোক প্রকাশ করে তাঁর বার্তায় বলেন- "মায়োটে ঘূর্ণিঝড় চিডোর কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞে গভীরভাবে দুঃখিত।" তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ফ্রান্স স্থিতিস্থাপকতা ও সংকল্পের সঙ্গে এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে।
শনিবার মায়োটের ফরাসি দ্বীপপুঞ্জে আঘাত হানা একটি বিধ্বংসী ঝড় সাইক্লোন চিডোর পরে ভারত তার সমর্থনের হাত ওই দ্বীপ শহরের দিকে বাড়িয়ে দিয়েছে। ভারতের এই সাহায্য স্বীকৃতির পর ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী শোক প্রকাশ করে তাঁর বার্তায় বলেন- "মায়োটে ঘূর্ণিঝড় চিডোর কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞে গভীরভাবে দুঃখিত।" তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ফ্রান্স স্থিতিস্থাপকতা ও সংকল্পের সঙ্গে এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে। তিনি আরও বলেছিলেন যে ভারত ফ্রান্সের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং সমস্ত সম্ভাব্য সহায়তা দিতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী মোদির বার্তার জবাবে রাষ্ট্রপতি ম্যাক্রোঁ তাকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন। ঘূর্ণিঝড় চিডো, একটি ক্যাটাগরি ৪ সম্পর্কিত ঝড়। গত শনিবার (১৪ ডিসেম্বর) দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ঘূর্ণিঝড় ‘চিডো’র আঘাতে লণ্ডভণ্ড ভারত মহাসাগরের ফ্রান্স-নিয়ন্ত্রিত মায়োট। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে বেসামাল হয়ে পড়েছে গোটা দ্বীপপুঞ্জ। গত প্রায় ১০০ বছরে যতগুলি ঘূর্ণিঝড় দ্বীপটিতে আঘাত হেনেছে তার মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিল এই ‘চিডো’। রাস্তায় থাকা বড়-ছোট গাড়ি হোক বা দোকান, সব কিছুকেই নিশ্চিহ্ন করে দিয়েছে রুদ্রমূর্তি ধারণ করা ঘূর্ণিঝড়।