COVID-19 Vaccine Update: করোনা ভ্যাকসিনের জন্য সুখবর, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রথম পর্যায়ের ট্রায়াল রিপোর্ট প্রকাশ সোমবার

মহামারী করোনাভাইরাসের ভ্যাকসিন (COVID-19 Vaccine) নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। মারণ ভাইরাসে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যু মিছিলও চমকে দেওয়ার মতো। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের গবেষকরা ভ্যাকসিন আবিষ্কারে মনপ্রাণ সঁপে দিয়েছে। এর মধ্যে অগ্রগন্য লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। শোনা যাচ্ছে সোমবারেই মানব শরীরে প্রথম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের ফল প্রকাশিত হবে। মারণ রোগ করোনাকে রুখে দিতে যতগুলি ভ্যাকসিন তৈরি হচ্ছে বিশ্বজুড়ে, তারমধ্যে অক্সফোর্ডের উপরেই সবথেকে বেশি ভরসা রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। অস্কফোর্ডের বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিনে একই সঙ্গে সারবে SARS-CoV-2 ও কোভিড-১৯। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটে তৈরি হচ্ছে এই ভ্যাকসিন।

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

লন্ডন, ১৭ জুলাই: মহামারী করোনাভাইরাসের ভ্যাকসিন (COVID-19 Vaccine) নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। মারণ ভাইরাসে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যু মিছিলও চমকে দেওয়ার মতো। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের গবেষকরা ভ্যাকসিন আবিষ্কারে মনপ্রাণ সঁপে দিয়েছে। এর মধ্যে অগ্রগন্য লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। শোনা যাচ্ছে সোমবারেই মানব শরীরে প্রথম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের ফল প্রকাশিত হবে। মারণ রোগ করোনাকে রুখে দিতে যতগুলি ভ্যাকসিন তৈরি হচ্ছে বিশ্বজুড়ে, তারমধ্যে অক্সফোর্ডের উপরেই সবথেকে বেশি ভরসা রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। অস্কফোর্ডের বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিনে একই সঙ্গে সারবে SARS-CoV-2 ও কোভিড-১৯। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটে তৈরি হচ্ছে এই ভ্যাকসিন। আরও পড়ুন-Odisha Shocker: ভাইয়ের প্রাণ বাঁচেনি, জাদুকর মহিলার মাথা কেটে থানায় আত্মসমর্পণ দাদার

গত এপ্রিল মাসে জানানো হয় ইংল্যান্ডের বায়োফার্মা কোম্পানি অ্যাস্ট্রাজ়েনেকা-কে সঙ্গে নিয়ে ভ্যাকসিনটি তৈরি করছে অক্সফোর্ড। তাদের তৈরি করোনা প্রতিষেধকটির নাম  ‘এজেডডি১২২২’। এর আগের নাম ছিল আগে নাম ছিল চ্যাডক্স-১। ল্যানসেট পত্রিকায় ভ্যাকসিনটির প্রথম ধাপের ট্রায়ালের রিপোর্ট প্রকাশিত হবে সোমবার ২০ জুলাই।

জরুরি ভিত্তিতে করোনা ভ্যাকসিনের প্রথম ট্রায়াল রিপোর্ট প্রকাশের কথা জানিয়েছে ল্যানসেট পত্রিকা। এই গবেষণার নেতৃত্বে রয়েছেন বিজ্ঞানী সারা গিলবার্ট। ইবোলা প্রতিষেধক তৈরিতে দিশা দেখিয়েছিলেন তিনিই। এ ক্ষেত্রেও এজেডডি১২২২-এর সাফল্য নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত গবেষকদের একাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জুন মাসে জানিয়েছিল, সবচেয়ে বেশি আশার আলো দেখাচ্ছে ‘অ্যাস্ট্রাজেনেকা’র এজ়েডডি১২২২।