Covid 19 In China: চিনে স্রোতের মত বাড়ছে করোনা সংক্রমিতর সংখ্যা, প্রতিদিন আক্রান্ত ৩৭ মিলিয়ন মানুষ
হেনান প্রদেশ থেকে শুরু করে সাংহাই, চিনের একাধিক জায়গার পরিস্থিতি কার্যত নাগালের বাইরে। মার্কিন রিসার্চ ফার্ম এয়ারফিনিটি একটি পরিসংখ্যানে দাবি করে, করোনার জেরে চিনে প্রতিদিন কমপক্ষে ৫ হাজার করে মানুষের মৃত্যু হচ্ছে। যা রীতিমত আশঙ্কার বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আগামী কয়েক বছরে কোভিডে মৃত্যুর সংখ্যা চিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
বেজিং, ২৩ ডিসেম্বর: চিনে (China) প্রতিদিন বাড়ছে কোভিড (COVID 19) আক্রান্তের সংখ্যা। চিনে যখন হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে, তখন ফের সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট। সম্প্রতি ব্লুমবার্গের একটি রিপোর্ট সামনে আসে। যে রিপোর্টের মাধ্যমে জানা যায়, ডিসেম্বরের প্রথম ২০ দিনে চিনে প্রায় ২৪৮ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হন। পাশাপাশি চিনে প্রতিদিন ৩৭ মিলিয়ন করে মানুষ করোনায় আক্রান্ত হন বলে রিপোর্টে প্রকাশ। ব্লুমবার্গের এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।
হেনান প্রদেশ থেকে শুরু করে সাংহাই, চিনের একাধিক জায়গার পরিস্থিতি কার্যত নাগালের বাইরে। মার্কিন রিসার্চ ফার্ম এয়ারফিনিটি একটি পরিসংখ্যানে দাবি করে, করোনার জেরে চিনে প্রতিদিন কমপক্ষে ৫ হাজার করে মানুষের মৃত্যু হচ্ছে। যা রীতিমত আশঙ্কার বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আগামী কয়েক বছরে কোভিডে মৃত্যুর সংখ্যা চিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
আরও পড়ুন: COVID 19 In China: চিনে ভয়ঙ্কর পরিস্থিতি, প্রতিদিন করোনায় মৃত্যু ৫ হাজার মানুষের
মার্কিন ফার্ম থেকে শুরু করে ব্লুমবার্গ, একের পর এক সংস্থার রিপোর্ট যখন চিন নিয়ে চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে, তা নিয়ে গোটা বিশ্বের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে।