IPL Auction 2025 Live

COVID 19: বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে কোভিড, চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে চিন, জার্মানি, ফ্রান্স

জার্মানিতে এই মুহূর্তে করোনার কবলে ২ লক্ষ মানুষ। প্রত্যেকদিন নতুন করে সংক্রমিত হচ্ছেন জার্মানির মানুষ। গত ২৪ ঘণ্টায় ৩৪৮ জনের নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে।

COVID 19 Hospital (Photo Credit: File Photo)

বেজিং, ২০ এপ্রিল:  করোনার (Corona) চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে গোটা বিশ্ব। চিনের সাংহাই জুড়ে ইতিমধ্যেই দাপট দেখাচ্ছে করোনা। সাংহাইতে টানা লকডাউন সত্ত্বেও, সেখানে কোনওভাবে বাগে আসছে না কোভিডের (COVID 19) প্রকোপ। বুধবার সাংহাইতে (Shanghai) নতুন করে ৭ জনের সংক্রমিত হওয়ার খবর মিলছে। মৃত্যুর খবর মিলছে ১৭ জনের। সবকিছু মিলিয়ে চিনের এই বিহালবহুল শহর করোনার জেরে জেরবার।

জার্মানিতে (Germany) এই মুহূর্তে করোনার কবলে ২ লক্ষ মানুষ। প্রত্যেকদিন নতুন করে সংক্রমিত হচ্ছেন জার্মানির মানুষ। গত ২৪ ঘণ্টায় ৩৪৮ জনের নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে।

আরও পড়ুন:  Covid 19 In China: চিনে কমছে না করোনার দাপট, সাংহাইতে আতঙ্কের প্রহর গুনছেন মানুষ

ফ্রান্সেও বাড়ছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনার জেরে ১৮১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মঙ্গলবা ফ্রান্সে নতুন করে ২৫,৪৬৫ জন আক্রান্ত হয়েছেন বলে খবর।

ফ্রান্সের পাশাপাশি ইতালিতেও করোনার দাপট হু হু করে বাড়ছে। রিপোর্টে প্রকাশ, একদিনে ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭,২১৪ জন। গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২৭ জনের। সোমবার মৃত্যু হয় ৭৯ জনের।