কোরান অবমামনার অভিযোগ, পাকিস্তানে গ্রেফতার খ্রিশ্চান দম্পতি
কোরান অবমামনার অভিযোগে পাকিস্তানে গ্রেফতার করা হল এক খ্রিশ্চান দম্পতিকে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরের নর্থ ক্যানটনমেন্ট পুলিশ স্টেশন এলাকায়।
লাহোর: কোরান (Quran) অবমামনার (desecration) অভিযোগে পাকিস্তানে (Pakistan) গ্রেফতার করা হল এক খ্রিশ্চান দম্পতিকে (Christian couple)। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) লাহোরের (Lahore) নর্থ ক্যানটনমেন্ট পুলিশ স্টেশন (North Cantonment Police Station) এলাকায়।
পাকিস্তানে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি হরবংশপুরার (Harbanspura) বাসিন্দা তৈমুর রেঞ্জার হেডকোয়ার্টারের (Rangers headquarters) কাছে অবস্থিত একটি খাবারের দোকানে দাঁড়িয়ে ছিল। সেই সময় সে দেখতে পায় একটি বাড়ির ছাদ থেকে কিছু কাগজ নিচে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হল। সে কাগজগুলি কুড়িয়ে দেখে সেগুলি পবিত্র কোরানের অনুলিপির কয়েকটি পাতা। এরপরই ওই বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দেয় তৈমুর। দরজা খুলে এক মহিলা বেরিয়ে এলে তার কাছে কাগজগুলো রাস্তায় কে ছুঁড়ে ফেলল তা জানতে চায়। এর উত্তরে ওই মহিলা জানায় তার ছোট মেয়ে বা ছেলে কাজটি করতে পারে।
এই কথায় সন্তুষ্ট না হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে চায় তৈমুর। মহিলাটি তাতে কোনও আপত্তি করেনি। এরপর তৈমুর সব জায়গা ঘুরে ছাদে গিয়ে দেখতে পায় জলের ট্যাঙ্কের কাছে একটি গোলাপী রঙের ব্যাগে পবিত্র কোরানের অনুলিপির প্রচুর ছেঁড়া পাতা ঢোকানো রয়েছে। পবিত্র কোরানের এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় সে। তারপর পুলিশ এসে ওই বাড়িতে বসবাসকারী খ্রিশ্চান দম্পতিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পাকিস্তানের পেনাল কোডের ধর্মনিন্দা আইনে মামলা দায়ের করা হয়েছে। আরও পড়ুন: Morocco Earthquake: মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল হাজারের বেশি, চলছে উদ্ধার কাজ