Chinese Hackers Attack: সাইবার অ্যাটাক, বিশ্বের বহু দেশে হামলা চালাচ্ছে চিনা হ্যাকাররা

বিষয়টি নিয়ে সম্প্রতি শোরগোল শুরু হলে, এ বিষয়ে জোরদার গবেষণা শুরু হয়। গবেষকদের কথায়, যে সমস্ত ওয়েবসাইটে হামলা চালানো হচ্ছে, তার পিছনে চিনা হ্যাকাররাই রয়েছেন বলে জানা যায়।

Representational image (Credit- IANS | Twitter)

বিশ্বের বহু দেশে এবার সাইবার হামলা শুরু করেছে চিনের হ্যাকাররা Chinese Hackers)। সম্প্রতি বিশ্বের একাধিক দেশের মন্ত্রী, সেনা কর্মী এবং শিল্পপতিদের সোশ্যাল হ্যান্ডেল, ওয়েবসাইটে হামলা চালাচ্ছে চিনা হ্যাকাররা। কোনও কোনও দেশের তথ্য প্রযুক্তি ব্যবস্থার বেশ কিছুটা অংশ নিজেদের কবজায় করতে শুরু করেছে চিনা হ্যাকাররা। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে বিশ্ব জুড়ে। ইউরোপের (Europe) পূর্ব দিকের একাধিক দেশ এবং আফগানিস্তানে (Afghanistan) বার বার সাইবার হামলা চালাতে শুরু করেছে চিনা হ্যাকাররা।

বিষয়টি নিয়ে সম্প্রতি শোরগোল শুরু হলে, এ বিষয়ে জোরদার গবেষণা শুরু হয়। গবেষকদের কথায়, যে সমস্ত ওয়েবসাইটে হামলা চালানো হচ্ছে, তার পিছনে চিনা হ্যাকাররাই রয়েছেন বলে জানা যায়।

আরও পড়ুন: China: জার্মানি, ফিলিপিন্স, ইউক্রেনের পর মায়ানমারের রাষ্ট্রদূতের রহস্যজনক মৃত্যু চিনে

বিভিন্ন ইমেলের মাধ্যমে কখন কোন দেশের পদস্থ আধিকারিক, শিল্পপতি এবং সেনা কর্মীদের ওয়েবসাইটে চিনা হ্যাকাররা হামলা চালাচ্ছে, তা নিয়ে খোঁজ শুরু হয়েছে।



@endif