China: বাগরামে নজর চিনের, ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করে নাশকতার ছক, আশঙ্কা

নিকি হ্যালের কথায়, মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার পর বাগরাম বিমান ঘাঁটি দখল করতে চাইছে চিন৷ গত দু দশক ধরে বাগরাম বিমান ঘাঁটি মার্কিন সেনার দখলে ছিল৷ তিনি মার্কিন সেনার দখলে যে বিমান ঘাঁটি ছিল, এবার সেখানে চিনের নজর পড়েছে৷

Bagram Air Base (Photo Credit: Wikipedia)

ওয়াশিংটন, ২ সেপ্টেম্বর: তালিবান (Taliban) আফগানিস্তান (Afghanistan) দখলের পর থেকে গোটা বিশ্ব জুড়ে জোর সমালোচনা শুরু হয়েছে৷ মার্কিন সেনা কাবুল বিমানবন্দর (Kabul) ছাড়ার পর এবার চিনের নজর আফগানিস্তানের দিকে৷ প্রাক্তন মার্কিন কূটনীতিক নিকি হ্যালে সম্প্রতি চিনকে নিয়ে এক মন্তব্য করেন৷ যার জেরে ফের কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷

নিকি হ্যালের কথায়, মার্কিন সেনা (US Troops) আফগানিস্তান ছাড়ার পর বাগরাম বিমান ঘাঁটি (Bagram Air Force Base) দখল করতে চাইছে চিন৷ গত দু দশক ধরে বাগরাম বিমান ঘাঁটি মার্কিন সেনার দখলে ছিল৷ তিনি মার্কিন সেনার দখলে যে বিমান ঘাঁটি ছিল, এবার সেখানে চিনের নজর পড়েছে৷ ফলে আমেরিকাকে শিগগিরই তার বন্ধু দেশগুলির সঙ্গে কথা বলতে হবে৷ ভারত (India), জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলে বাগরাম বিমান ঘাঁটি মার্কিন সেনাকে ফের নিজেদের দখলে নিতে হবে বলে পরামর্শ দেন নিকি হ্যালে৷ বাইডেন প্রশাসন যাতে কোনওভাবেই বাগরাম বিমান ঘাঁটির দখল চিনের হাতে যেতে না দেয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি৷

আরও পড়ুন:  Joe Biden: যুদ্ধ শেষ করব প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে দাবি বাইডেনের

পাশাপাশি আফগানিস্তানে তালিবান ফেরার পর, গোটা বিশ্বের জঙ্গি সংগঠনগুলি উজ্জীবিত৷ এক্ষেত্রে পাকিস্তানকে কাজে লাগিয়ে যে কোনও মুহূর্তে ভারতে নাশকতার ছক কষতে পারে জঙ্গিরা৷ ফলে সেদিকেও নজর রাখা উচিত বলে মন্তব্য করেন প্রাক্তন কূটনীতিক৷ জঙ্গিদের বাড় বাড়ন্ত রোধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত, নিজের সঙ্গী দেশগুলির সঙ্গে কথা বলা৷ বাগরাম বিমান ঘাঁটি যাতে চিনের হাতে না যায়, সেদিকে নজর রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি৷ বন্ধু দেশগুলির সঙ্গে কথা বলে জঙ্গি কার্যকলাপে যাতে রাশ টানা যায়, সে বিষয়ে বাইডেন প্রশাসনকে নজর দিতে হবে বলেও মন্তব্য করেন প্রাক্তন কূটনীতিক৷