China: একসঙ্গে ৬১ গুলি নেয় শিশু, অস্ত্রোপচার করতে গিয়ে অবাক চিকিৎসকরা

চিনে সম্প্রতি এমনই এক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, গত ১ মাস ধরে পেটের ব্যাথায় কাবু হয়ে পড়ছিল বছর ৪-এর শিশু। পরীক্ষানীরিক্ষা করিয়েও চিকিৎসকরা বুঝতে পারছিলেন না, কেন ওই শিশুর পেটে ব্যথা হচ্ছে। এরপর এক্স রে করিয়ে বোঝা যায়, ওই শিশুর পেটে রয়েছে একাধিক মার্বেল।

Operation Table (Photo Credit: File pHoto)

বেজিং, ১১ ডিসেম্বর: পরপর ৬১টি গুলি খেয়ে ফেলেছিল শিশু (Child) । পরপর ৬১টি গুলি (Marble) পেটের মধ্যে ঢুকে মুক্তোর মালার আকার নেয়। যা দেথে কার্যত অবাক হয়ে যান চিকিৎসকরা (Doctor)। চিনে (China) সম্প্রতি এমনই এক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, গত ১ মাস ধরে পেটের ব্যাথায় কাবু হয়ে পড়ছিল বছর ৪-এর শিশু। পরীক্ষানীরিক্ষা করিয়েও চিকিৎসকরা বুঝতে পারছিলেন না, কেন ওই শিশুর পেটে ব্যথা হচ্ছে। এরপর এক্স রে করিয়ে বোঝা যায়, ওই শিশুর পেটে রয়েছে একাধিক মার্বেল। এক্স রে রিপোর্ট দেখে অবাক চিকিৎসকরাও বুঝতে পারছিলেন না কী করবেন।

আরও পড়ুন: Madhya Pradesh: মর্মান্তিক, চিকিৎসক নেই, হাসপাতালের সামনে পড়ে থেকে মায়ের কোলেই মৃত্যু ৫ বছরের শিশুর

এরপর অস্ত্রোপচার করে  বছর ৪-এর ওই শিশুর পেট থেকে ৬১টি মার্বেল বের করেন চিকিৎসকরা। প্রায়৩ ঘণ্টা ধরে ওই শিশুর পেট থেকে মার্বেলগুলি বের করা হয়।

একসঙ্গে ৬১টি মার্বেল পেটের মধ্যে ঢুকে পড়ায়, ওই সিশুর অন্ত্রে বেশ কিছুটা ফুঁটো হয়ে গিয়েছে বলে খবর। তবে চিকিৎসকদের জটিল অস্ত্রোপচারের জেরে ওই শিশু আপাতত ভাল আছে বলে খবর।