Boris Johnson Cancels India Visit: প্রজাতন্ত্র দিবসে ভারতে আসার আমন্ত্রণ ফিরিয়ে দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটেনে (UK) করোনাভাইরাসের (Coronavirus) নতুন স্ট্রেনের থাবা বাড়ছে ক্রমশ। এহেন পরিস্থিতি আপাতত পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অন্যতম প্রধান অতিথি হিসেবে জনসনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সম্প্রতি নতুন স্ট্রেনের আবির্ভাবে জনসনের ভারত সফর কিছুটা সংশয়ের সম্মুখীন হয়। অবশেষে মঙ্গলবার ভারত সফর বাতিল করলেন বরিস জনসন।

File image of Boris Johnson with PM Modi | (Photo Credits: Twitter/@NarendraModi)

নয়াদিল্লি, ৫ জানুয়ারি: ব্রিটেনে (UK) করোনাভাইরাসের (Coronavirus) নতুন স্ট্রেনের থাবা বাড়ছে ক্রমশ। এহেন পরিস্থিতি আপাতত পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অন্যতম প্রধান অতিথি হিসেবে জনসনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সম্প্রতি নতুন স্ট্রেনের আবির্ভাবে জনসনের ভারত সফর কিছুটা সংশয়ের সম্মুখীন হয়। অবশেষে মঙ্গলবার ভারত সফর বাতিল করলেন বরিস জনসন।

বরিস জনসন আগামী ২৬ জানুয়ারি ভারতে আসছেন না, ব্রিটেন সরকারের তরফে স্পষ্ট জানিয়ে হয়েছে একথা। ব্রিটেন সরকারের তরফে বিবৃতি, "গতকাল থেকেই ফের লকডাউন জারি হয়েছে দেশজুড়ে। করোনাভাইরাসের নতুন প্রজাতি দ্রুতহারে ছড়াচ্ছে দেশজুড়ে। এহেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেশে থাকা অত্যন্ত জরুরি। ভাইরাস দমনে সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।"

গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)-র সঙ্গে টেলিফোনিক কথোপকথনের সময় বরিস জনসনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। পাল্টা জনসন মোদিকে পরের বছর জি-৭ সম্মেলনে ব্রিটেনে আমন্ত্রণ জানিয়েছিলেন। শেষবার ১৯৯৩ সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এসেছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর। এত বছরের ব্যবধান ঘুচিয়ে ২০২১-এ ফের ব্রিটেনের প্রধানমন্ত্রীর দেশে আসার তোরজোড় শুরু হলেও তা করোনাভাইরাসের জেরে আপাতত ব্যর্থ।