Bird Flu Outbreak in Peru: বাড়ছে বার্ড ফ্লুয়ের প্রকোপ, সংরক্ষিত এলাকায় মৃত্যু হল ৭০০ র বেশি শীল মাছের
ন্যাশনাল সার্ভিস অফ ন্যাচারাল প্রোটেক্টেডের নজরদারি প্রধান রবার্তো গুতেরেস বলেন-আমরা জানুয়ারির মাঝামাঝি থেকে অনেক শীল মাছের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা রেকর্ড করেছি, এখন পর্যন্ত আমাদের উপকূলের সাতটি সুরক্ষিত প্রাকৃতিক এলাকায় প্রায় ৭১৬ টি মৃত শীল মাছ রয়েছে।
দক্ষিণ আমেরিকার পেরু জুড়ে বেড়েই চলেছে বার্ড ফ্লু প্রকোপ। ইতিমধ্যেই বার্ড ফ্লুর জেরে পেরুর সংরক্ষিত অঞ্চলে হাজার হাজার পাখি, বেশিরভাগ পেলিকান এবং অন্তত ৭১৬ টি শীল মাছের মৃত্যু হয়েছে। পেরু কর্তৃপক্ষ জানিয়েছে এই সবের কারণ H5N1 স্ট্রেন যাকে চলতি ভাষায় বার্ড ফ্লু বলা হয়ে থাকে। পশুচিকিত্সক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়া ভীতিজনক এই এইচ৫ এন১ ভাইরাসের প্রতিকার খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
২০২২ সালের নভেম্বরে দেশের উত্তরে পাখিদের মধ্যে ভাইরাসের প্রথম কেস রেকর্ড করে পেরু। তারপর থেকে এই ফ্এলু এর জেরে ৬৩০০০ পাখির মৃত্যু হয়েছে বলে সরকারি তথ্য জানিয়েছে।
ন্যাশনাল সার্ভিস অফ ন্যাচারাল প্রোটেক্টেডের নজরদারি প্রধান রবার্তো গুতেরেস বলেন-
"আমরা জানুয়ারির মাঝামাঝি থেকে অনেক শীল মাছের (Sea Lion)অস্বাভাবিক মৃত্যুর ঘটনা রেকর্ড করেছি, এখন পর্যন্ত আমাদের উপকূলের সাতটি সুরক্ষিত প্রাকৃতিক এলাকায় প্রায় ৭১৬ টি মৃত শীল মাছ (Sea Lion) রয়েছে। "