Bangladesh:'উত্তেজক ভিডিয়ো শেয়ার করবেন না', বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে বার্তা দিল পশ্চিমবঙ্গ পুলিশ

বাংলাদেশের উত্তাল পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত সরকার। কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসের বাইরে অন্যদিনের তুলনায় নিরাপত্তা খানিকটা বাড়ানো হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।

প্রতীকী ছবি

নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী (Prime Minister) দেশ ছাড়তেই উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ (Bangladesh)। সোশ্যাল মিডিয়iর (Social Media) দেওয়ালে ঘোরাফেরা করছে পড়শি রাষ্ট্রের বিভিন্ন ছবি এবং ভিডিয়ো। আর এ বার সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ সংক্রান্ত বিষয়ের পোস্ট নিয়ে সতর্ক করল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। গতকাল অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফে জানানো হয়, "প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এবং ভিডিও নজরে আসেছে। যা বিভেদ এবং অশান্তি তৈরি করতে পারে। রাজ্যবাসীকে অনুরোধ, কোনওরকম গুজবে কান দেবেন না। উত্তেজনা ছড়াতে পারে এমন ভিডিও এবং ছবি শেয়ার করবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।" রাজ্য প্রশাসন সতর্ক এবং সজাগ রয়েছে বলেও জানানো হয় এই বার্তার মাধ্যমে। অন্যদিকে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত সরকার। কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসের বাইরে অন্যদিনের তুলনায় নিরাপত্তা খানিকটা বাড়ানো হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। প্রসঙ্গত, সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। গণভবন দখল করে আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে লুঠ হয় বহু সামগ্রী। পুকুরের মাছ থেকে ঘরে রাখা পাখা, টিভি থেকে শুরু করে চেয়ার-টেবল লুঠ হয় সবই। এদিন গণভবন তছনছ করে দেয় জনতা।