Bangladesh: আগামীকাল চতুর্থবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা (দেখুন বিস্তারিত)

রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ২২৫টি আসন নিয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করে। আওয়ামী লীগ একাই ২২২টি আসন পেয়েছে।

Prime Minister Sheikh Hasina Take Oath Photo Credit:Twitter@DDNewslive

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল চতুর্থবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বঙ্গভবনের এক মুখপাত্র জানিয়েছেন, দরবার হলে এক অনুষ্ঠানে মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা শপথ নেবেন।রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন, শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন ।দ্বাদশ সংসদে জয়ী নব নির্বাচিত সদস্যরা আজ শপথ নিচ্ছেন।এদিকে, বাংলাদেশের নির্বাচন কমিশন গতকাল দ্বাদশ জাতীয় নির্বাচনের ফলাফল সম্বলিত গেজেট বিজ্ঞপ্তি জারি করে। এর মধ্যে ২৯৮ জন নতুন সদস্যের বিস্তারিত বিবরণ রয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ২২৫টি আসন নিয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করে। আওয়ামী লীগ একাই ২২২টি আসন পেয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টিও একটি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে জাতীয় পার্টি ১১টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে ৬২টি আসন।