ঢাকা: ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মিরপুরে এখন দশ হাজার মানুষ ঘরছাড়া

বাংলাদেশের ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখন বহু মানুষ গৃহহীন। বাংলাদেশের রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার ঝিলপুর বস্তিতে আগুন লাগে। আর সেই বস্তির দশ হাজারের ওপর মানুষ এখন গৃহহীন বলে জানাচ্ছে সংবাদসংস্থা এএফপি। গত শুক্রবার সন্ধ্যায় মিরপুর ৭ নম্বর সড়কের আরামবাগের ঝিলপাড় বস্তিতে এ আগুন লাগে।

Representational Image (Photo Credits: IANS|Representational Image)

ঢাকা, ১৮ অগাস্ট: Bangladesh: 10,000 Homeless After Fire Razes in Dhaka। বাংলাদেশের ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখন বহু মানুষ গৃহহীন। বাংলাদেশের রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার ঝিলপুর বস্তিতে আগুন লাগে। আর সেই বস্তির দশ হাজারের ওপর মানুষ এখন গৃহহীন বলে জানাচ্ছে সংবাদসংস্থা এএফপি। গত শুক্রবার সন্ধ্যায় মিরপুর ৭ নম্বর সড়কের আরামবাগের ঝিলপাড় বস্তিতে এ আগুন লাগে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বস্তির প্রায় দেড় থেকে দুই হাজার ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।প্রত্যক্ষদর্শীরা বলছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত বস্তিবাসী ও আশপাশের মানুষকে নিরাপদ স্থানে ছুটতে দেখা যায়। বড় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। আরও পড়ুন-ভারতের বাইক বাজারে তাক লাগাতে হাজির ডুকাটি, ডিয়াভেলের নতুন সিরিজ

দফায় দফায় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি এলাকাবাসীও জীবন বাজি রেখে কাজ করেছিলেন। অগ্নিকাণ্ডের আশপাশের এলাকায় বিদ্যুৎ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।