Australia Bush Fire: বৃষ্টিতেও মেলেনি রেহাই, দাবানলের আগুন দূরত্ব ঘুচিয়েছে পশু-মানুষের
বৃষ্টির আঁচে সাময়িক রেহাই মিললেও ধোঁয়ার পুরু চাদরে ঢেকে গিয়েছে অস্ট্রেলিয়া(Australia)। পূর্ব উপকূলে সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত বৃষ্টি হয়েছে ঠিকই। যদিও তাতেও নিয়ন্ত্রণে আসেনি দাবানল। অসহায় অবস্থা প্রতিটি প্রাণীর। দাবানলে প্রাণ বাঁচাতে একনাগারে পশুপ্রাণীদের আর্তনাদের আওয়াজ আসছে অস্ট্রেলিয়া(Australia Fire)র বিভিন্ন প্রান্ত থেকে। দাবানলে(Bush Fire) সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া প্রদেশের বেশ কিছুটা অংশ। অস্ট্রেলিয়ার এহেন ভয়ঙ্কর পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি-সহ আরও বেশ কিছু দেশ।
ক্যানবেরা, ৭ জানুয়ারি: বৃষ্টির আঁচে সাময়িক রেহাই মিললেও ধোঁয়ার পুরু চাদরে ঢেকে গিয়েছে অস্ট্রেলিয়া(Australia)। পূর্ব উপকূলে সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত বৃষ্টি হয়েছে ঠিকই। যদিও তাতেও নিয়ন্ত্রণে আসেনি দাবানল। অসহায় অবস্থা প্রতিটি প্রাণীর। দাবানলে প্রাণ বাঁচাতে একনাগারে পশুপ্রাণীদের আর্তনাদের আওয়াজ আসছে অস্ট্রেলিয়া(Australia Fire)র বিভিন্ন প্রান্ত থেকে। দাবানলে(Bush Fire) সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া প্রদেশের বেশ কিছুটা অংশ। অস্ট্রেলিয়ার এহেন ভয়ঙ্কর পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি-সহ আরও বেশ কিছু দেশ।
দু'সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এখনও জ্বলছে অস্ট্রেলিয়া। ক'টি পশু-পাখি মারা গিয়েছে। সেই সংখ্যার কোনও হিসেব নেই এখনও। আহত প্রাণীরা প্রাণ বাঁচানোর আশায় জঙ্গল ছেড়ে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। মানুষ দেখলেই জড়িয়ে ধরে করছে প্রাণভিক্ষা! চারিদিকে পশুপ্রাণীদের চোখে মুখে যেন ভয়ের চিহ্ন। জলের আশায় এদিক-ওদিক পাগলের মত ছোটাছুটি। দাবানলের আগুনে দিশেহারা বন্যপ্রাণীরা।আরও পড়ুন: Hassan Rouhani: ইরানকে হুমকি দিও না, মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করলেন হাসান রৌহানি
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দিন দুয়েকের মধ্যেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে কীভাবে নিয়ন্ত্রণ সম্ভব দাবানল? সেই আশঙ্কাতেও ভুগছে অস্ট্রেলিয়া। কারণ ১৩৫টি দাবানলের মধ্যে ৬৫টিরও বেশি দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকলকর্মী এবং উদ্ধারকারীরা। ঝোড়ো হাওয়া বইছে। যার জেরে আগুন নিয়ন্ত্রণ আরও অসম্ভব হয়ে পড়েছে। সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে অসহায় পশুপাখীদের ছবি। সেই ছবি দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা।