Nepal Accident: নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল বাস, মৃত কমপক্ষে ৮
নদীতে বাস পড়ে মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। বুধবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্য নেপালের ধাদিং জেলায়।
ধাদিং: নদীতে (River) বাস (bus) পড়ে মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। বুধবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্য নেপালের (Central Nepal) ধাদিং (Dhading) জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠমাণ্ডু (Kathmandu) থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত বেনি-হিল্লি (Beni-hilly) জেলা থেকে বাসটি যাত্রা শুরু করেছিল। পরে কাঠমাণ্ডু থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত গাজুরি (Gajuri) এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাসটি (bus plunges into river)।
এপ্রসঙ্গে ধাদিংয়ের পুলিশ সুপার গৌতম মিশ্র জানান, বুধবার সকালে গাজুরি গ্রামীণ পৌরসভা (Gajuri Rural Municipality) এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এর ফলে এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং জখম হয়েছেন ১৯ জন। ওই বাসে থাকা নিখোঁজ যাত্রীদের সন্ধানে এখনও তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। মৃতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন।
গাজুরি গ্রামীণ পৌরসভার ভাইস চেয়ারম্যান শর্মিলা বিশুরাল জানান, গাজুরির জলপ্রপাতের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে থাকা ত্রিশুলি নদীতে (Trishuli river) পড়ে যায়। নদীতে পড়ার পর বাসটির অর্ধেকটি ডুবে গেছিল। অনেক কষ্টে বাসটি থেকে জখমদের উদ্ধার করা হয়।