Panama Bus Accident: পানামায় শরণার্থীবোঝাই বাসে ধাক্কা মিনিবাসের, মৃত কমপক্ষে ৩৩

বেশ কিছু জখম মানুষের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চিরিকুই প্রদেশের রাজধানী ডাভিডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

পানামা সিটি: পানামার (Panama) পূর্বদিকে কলম্বিয়ার (Colombia) সীমান্তে (border) অবস্থিত জঙ্গল এলাকা দারিয়েন (Darien) থেকে ৬৬ জন শরণার্থীকে (migrants) নিয়ে একটি বাস মধ্য আমেরিকা (Central America) ও মেক্সিকো (Mexico) হয়ে আমেরিকায় যাওয়ার জন্য বেরিয়েছিল। কিন্তু, স্থানীয় সময় বুধবার সকালে পানামার রাজধানী পানামা সিটি থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত চিরিকুইয়ের গৌউলাকা এলাকার কাছে একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরের দিকে পানামার প্রেসিডেন্ট জানিয়েছিলেন সকালে হওয়া ওই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। যদিও পরে পানামার ন্যাশনাল ডিরেক্টর অফ ইমিগ্রেশন সামিরা গোজাইন জানান, এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। জখমও হয়েছেন বেশ কয়েকজন। ওই বাসে থাকা শরণার্থীরা কোনও দেশের তা এখনও পর্যন্ত জানা না গেলেও পানামা সরকারের তরফে জখমদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে।

বেশ কিছু জখম মানুষের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চিরিকুই প্রদেশের রাজধানী ডাভিডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।