Jakarta Fire: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১৬, ঘটনাস্থলের ভিডিয়ো

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমে পোস্ট হওয়া ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, দাউদাউ করে আগুন জ্বলছে ওই তেলের গোডাউনে। আর তার জেরে আতঙ্কে এদিক-ওদিক দৌঁড়চ্ছেন প্রচুর মানুষ।

ফাইল ফটো (Photo Credits: ANI)

জাকার্তা: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ( Indonesia's capital Jakarta) একটি সরকারি তেলের গোডাউনে (state-run fuel storage depot) ভয়াবহ অগ্নিকাণ্ডের (massive blaze) ফলে মৃত্যু হল কমপক্ষে ১৬ জনের। এই ঘটনায় জখম হয়েছেন অনেক জন। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে উত্তর জাকার্তায় (North Jakarta) অবস্থিত সরকারি নিয়ন্ত্রণাধীন এনার্জি কোম্পানি পার্টামিনার (energy company Pertamina) একটি তেলের গোডাউনে।

সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আচমকা আগুন লেগে যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরপ্রান্তে অবস্থিত সরকারি এনার্জি কোম্পানি পার্টামিনার একটি তেলের গোডাউনে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছন দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তবে তাঁরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয় আর জখম হন বহু মানুষ।

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমে পোস্ট হওয়া ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, দাউদাউ করে আগুন জ্বলছে ওই তেলের গোডাউনে। আর তার জেরে আতঙ্কে এদিক-ওদিক দৌঁড়চ্ছেন প্রচুর মানুষ। আরও পড়ুন: Japanese Prime Minister: তিনদিনের সফরে ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী

দেখুন ভিডিয়ো: