China Wuhan: করোনা অতীত, বর্ষবরণের উৎসবে মাতোয়ারা উহান

২০২০ সালে চিনের উহান প্রদেশেই (China Wuhan Covid-19) প্রথম শোনা গিয়েছেল করোনা ভাইরাসের কথা।

Wuhan turns page on Covid, three years on. (Photo Credits: Twiutter)

২০২০ সালে চিনের উহান প্রদেশেই (China Wuhan Covid-19) প্রথম শোনা গিয়েছেল করোনা ভাইরাসের কথা। উহানকে উজাড় করেই কোভিডের (Covid-19) বিশ্বগ্রাসী যাত্রা শুরু হয়েছিল। গত তিন বছর ধরে কোভিডের ভয়ে কাঁটা হয়েছিল উহান (Wuhan)। কিন্তু সব ভয়ই একদিন না একদিন জয় হয় বা জয় করতে হয়। করোনায় দেওয়াল পিঠ ঠেকে যাওয়ার পর উহান ঘুরে দাঁড়াল।

এবার চিনের নববর্ষে উহান একেবারে পুরনো ছন্দে। উহানের প্রতিটি ঘর সেজে উঠেছে চিনা নববর্ষের থিমে। শহর জুড়ে শুধু আলো আর আলো। তিন বছর ধরে চলা করোনা অধ্যায়ের পাতাটা যেন উল্টে ফেলেছে ১ কোটি ১০ লক্ষ মানুষ বসবাসকারী এই শহরে। আরও পড়ুন-তেহরানের রাস্তায় মহিলাকে মারধর ইরানি সৈন্যের, দেখুন 

দেখুন ছবিতে

মেলা বসেছে, সারারাত চলছে পার্টি। উহানকে দেখলে কে বলবে, কতগুলো বছর ধরে এখানে শুধু ঘুরে বেরিয়েছে মৃত্যুর দূত। উহানকে বিশ্বের অনেকেই চেনে করোনার শহর হিসেবে। কিন্তু সেই তকমা ছেড়ে ফেলে উহান জুড়ে শুধু জীবনের জয়গান।