Anniversary Victory : নাৎসিদের ওপর বিজয় দিবস উপলক্ষ্যে ফের কিয়েভে হামলা শুরু রাশিয়ার
১৯৪৫ সালে ৯ মে দিনটিকে নাৎসিদের ওপর বিজয় দিবস হিসেবে বিবেচনা করা হয় রাশিয়ায়
নাৎসি(Nazi) সৈন্যের বিরুদ্ধে বিজয় দিবস উপলক্ষ্যে ইউক্রেনের আকাশে ফাটল রাশিয়ার রকেট। রেড স্কোয়ারে একত্রিত হয়ে প্যারেডের মাধ্য়মে বিজয় দিবসকে উদযাপন করল রাশিয়া। পাশাপাশি এর মাধ্যমেই ইউক্রেনের ওপর নতুন করে হামলা শুরু করল রাশিয়া।
ক্রেমলিনে ১০ মিনিটের বক্তৃতায় পশ্চিমাদের বিরুদ্ধে গর্জে উঠলেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন।জানালেন রাশিয়া আবার অস্তিত্ব সংকটের মুখে।তার বক্তব্যের পর ব্যান্ড পার্টির আওয়াজ এবং কামানের গর্জনে গর্জে ওঠে ক্রেমলিনের(Cremlin) আকাশ।
যদিও ইউক্রেন জানিয়েছে, ২৫ টির মধ্যে ২৩ টি মিসাইলকে গুলি করে নামিয়েছে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম। কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছে ইউক্রেন। যদিও কিয়েভের মেয়রের পক্ষ থেকে দাবি করা হয়েছে সাধারন মানুষের ওপর হামলা করছে রাশিয়া। রাশিয়ার তরফ থেকে অবশ্য এই দাবিকে খারিজ করা হয়েছে।
১৯৪৫ সালের ৯ মে জার্মানির আত্মসমর্পনকে রাশিয়ার জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে পুতিনের জামানায়।