Anju and Nasrullah: ধর্ম বদলে নাসরুল্লাকে বিয়ে করলেন অঞ্জু, অতিথিদের উপহারে ভরল নবদম্পতির সংসার

বিয়ের পর অতিথিদের হাত থেকে উপহার এবং শুভেচ্ছা গ্রহণ করতে দেখা গেল নবদম্পতি ফাতিমা ওরফে অঞ্জু এবং নাসরুল্লাকে।

Anju and Nasrullah (Photo Credits: Twitter)

ভারত ছেড়ে পাকিস্তান (Pakistan) গিয়েছেন প্রেমের টানে। তবে অবৈধ পথে সেদেশে প্রবেশ করেননি ভারতীয় গৃহবধূ অঞ্জু রাফায়েল (Anju Rafael)। ভিসা করিয়ে তবেই পাড়ি দিয়েছেন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায়। শোনা যাচ্ছে, সে দেশে গিয়ে ধর্ম পাল্টে অঞ্জু হয়েছেন ফাতিমা। বিয়ে করেছেন ফেসবুকের বন্ধু নাসরুল্লাকে (Nasrullah)। সেই চিত্রই উঠে এল সমাজমাধ্যমের পাতায়। বিয়ের পর অতিথিদের হাত থেকে উপহার এবং শুভেচ্ছা গ্রহণ করতে দেখা গেল নবদম্পতি ফাতিমা ওরফে অঞ্জু এবং নাসরুল্লাকে।

দেখুন সেই ভিডিয়ো...

অন্যদিকে পাকিস্তানি বন্ধু নাসরুল্লাকে বিয়ে করার খবর একেবারেই অস্বীকার করেছেন অঞ্জু। তিনি দাবি করছেন, নাসরুল্লা তাঁর বন্ধু।  আইনিভাবে পাকিস্তানে প্রবেশ করে তিনি বন্ধুর সঙ্গে দেখা করতেই এসেছেন। গত ২১ জুলাই অঞ্জু তাঁর স্বামী এবং দুই সন্তানকে ছেড়ে ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অঞ্জু নাকি ভারতে ফিরতে সংকোচ করছেন। কারণ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।  ফলে পরিবার এবং সমাজ যদি তাঁকে প্রত্যাখান করে, সেই ভয়েই অঞ্জু ভারতে ফিরতে চাইছেন না। তাই অঞ্জু আপাতত পাকিস্তানেই থাকতে চান বলে একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দাবি করেছেন বলে জানা যাচ্ছে।



@endif