Coronavirus Testing: ৫ মিনিটেই জানা যাবে করোনা টেস্টের ফল, নতুন ডিভাইস আবিষ্কার অক্সফোর্ডের বিজ্ঞানীর
৫ মিনিটেরও কম সময়ে জানা যাবে করোনা টেস্টের ফল। এমনই এক ব়্যাপিড ডায়াগনস্টিক টেস্টের আবিষ্কার করলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বিজ্ঞানী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তরফে এই তথ্য ঘোষণা করা হল। সারস কভ-২ ভাইরাস যা করোনা সংক্রমণের মূল হোতা। তাকে খুব সহজেই চিহ্নিত করতে পারবে এই নতুন টেস্ট। ইনফ্লুয়েঞ্জার মতো রোগকেও চিহ্নিত করতে পারবে এই ডায়াগনস্টিক টেস্ট। সোয়াব টেস্টের মাধ্যমেই পুরো টেস্ট প্রক্রিয়াটি নির্ধারিত হয়।
লন্ডন, ১৫ অক্টোবর: ৫ মিনিটেরও কম সময়ে জানা যাবে করোনা টেস্টের ফল। এমনই এক ব়্যাপিড ডায়াগনস্টিক টেস্টের আবিষ্কার করলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বিজ্ঞানী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তরফে এই তথ্য ঘোষণা করা হল। সারস কভ-২ ভাইরাস যা করোনা সংক্রমণের মূল হোতা। তাকে খুব সহজেই চিহ্নিত করতে পারবে এই নতুন টেস্ট। ইনফ্লুয়েঞ্জার মতো রোগকেও চিহ্নিত করতে পারবে এই ডায়াগনস্টিক টেস্ট। সোয়াব টেস্টের মাধ্যমেই পুরো টেস্ট প্রক্রিয়াটি নির্ধারিত হয়। নমুনার ছবি সংগ্রহ করতে মাইক্রোস্কোপও ব্যবহৃত হয়। প্রতিটি ছবিতেই রয়েছে শত শত ভাইরাস। তাই নুমনাতে করোনার জীবাণু থাকলে মেশিনের সফটওয়্যার দ্রুত তা নিরীক্ষণ করতে পারবে। আরও পড়ুন-
এই টেস্ট যাতে হাতেগরম ফলাফল নিয়ে আসে সেজন্য বিজ্ঞানীরা লগ্নির বন্দোবস্ত আশা করছন। ২০২১-এর শুরুতেই এই টেস্ট প্রক্রিয়া তৈরি হয়ে যাবে বলে তাঁদের আশা। এবং ৬ মাসের মধ্যেই বাজারে এসে যাবে সেই টেস্ট ডিভাইস।