Pakistan: খাবারের জন্য হাহাকার! পাকিস্তানে বাইকে চেপে লরির পিছনে তাড়া করে গমের বস্তা লুট করছে মানুষ: ভিডিয়ো

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে খাবারের জন্য হাহাকার শুরু হয়েছে। বাঘ ও মুজাফফরাবাদ-সহ এই এলাকার অনেক অঞ্চলে খাবারের জন্য দাঙ্গাও হয়ে গেছে। এখানকার মানুষের অভিযোগ, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সরকার ও ইসলামাবাদের কারণেই খাদ্যের অভাব দেখা গেছে।

Photo Credits: Sajjad Raja/ Twitter)

ইসলামাবাদ: খাবারের জন্য হাহাকার (Food Crisis) তৈরি হয়েছে পাকিস্তানে (Pakistan)। গমের (Wheat) মূল্য এতটাই বেড়েছে যে একটা রুটির দাম হয়েছে ২৫ টাকা। এই পরিস্থিতিতে ভাইরাল (viral) হল একটি লরির (Truck) পিছনে বাইকে (bikes) চেপে তাড়া (Chase) করে কয়েকজন মানুষের গমের বস্তা লুট করার ভিডিয়ো (video)। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে যেভাবে চলন্ত লরি থেকে তারা গমের বস্তা ছিনতাই করছে তা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের ন্যাশনাল ইকুয়ালিটি পার্টি (National Equality Party) জেকেজিবিএল (JKGBL)-এর চেয়ারম্যান সাজ্জাদ রাজা (Chairman Sajjad Raja)। শিরোনামে লিখেছেন, "এটা কোনও মোটর সাইকেলের মিছিল (motorcycle rally) নয়। পাকিস্তানের মানুষ শুধুমাত্র এক প্যাকেট গমের বস্তার জন্য এভাবে জীবন বিপন্ন করে একটি লরির পিছনে তাড়া করছে। এই পাকিস্তানে আমাদের কি কোনও ভবিষ্যত (future) আছে? এই ভিডিয়োটা পাকিস্তানে কী চলছে তার একটা উদাহরণ।"

তবে শুধু যে লুট করার উদ্দেশ্যেই সবাই গমের বস্তাবোঝাই লরিটিকে তাড়া করছে তা নয়। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একজন লরির খুব কাছে পৌঁছে পকেট থেকে টাকার নোট বের করে লরিতে থাকা এক ব্যক্তিকে দিতে চাইছে। যাতে সে এক বস্তা গম দেয়।

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে খাবারের জন্য হাহাকার শুরু হয়েছে। বাঘ ও মুজাফফরাবাদ-সহ এই এলাকার অনেক অঞ্চলে খাবারের জন্য দাঙ্গাও হয়ে গেছে। এখানকার মানুষের অভিযোগ, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সরকার ও ইসলামাবাদের কারণেই খাদ্যের অভাব দেখা গেছে।