Usha Vance: ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের সঙ্গে ভারত যোগ, ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষাকে চিনুন

আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মতই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের স্ত্রী ঊষা চিলুকুরি ভ্যান্সও একজন ভারতীয় বংশোদ্ভূত। ভারতের সঙ্গে যোগের ধারা অব্যাহত রাখতেই কি তাহলে ট্রাম্প জেডি'কে পরবর্তী মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদের জন্যে প্রার্থী করেছেন!

JD Vance with Wife Usha Vance,Donald Trump (Photo Credits: X, Wikimedia Commons)

সদ্য মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) রিপাবলিকান পার্টির তরফে 'রানিং মেট' বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে জেডি ভ্যান্সের (JD Vance) নাম ঘোষণা করেছেন। পুনরায় হোয়াইট হাউসে দেরার লক্ষ্য নিয়েছে ট্রাম্প। আর নিজের লক্ষ্যে পৌছনোর জন্যে 'রানিং মেট' হিসাবে পাশে নিলেন ওহায়োর সেনেটর জেডিকে। ট্রাম্প নিজে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর জন্যে জেডির নাম প্রস্তাব করেন। ৩৯ বছরের জেডি ভ্যান্স এক সময়ে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বড় সমালোচক ছিলেন। ট্রাম্পের (Donald Trump) সঙ্গে হিটলারের তুলনা টেনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে 'আমেরিকার হিটলার'এর তকমা দিয়েছিলেন ভ্যান্স। তবে ধীরে ধীরে ট্রাম্পের বিরূপ মনোভাব বদলায় তাঁর। ২০২৩ সালে ভ্যান্স ওহায়োর সেনেটর হিসাবে নির্বাচিত হন। তবে জানেন কি আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মতই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের স্ত্রী ঊষা চিলুকুরি ভ্যান্সও (Usha Vance) একজন ভারতীয় বংশোদ্ভূত। ভারতের সঙ্গে যোগের ধারা অব্যাহত রাখতেই কি তাহলে ট্রাম্প জেডি'কে পরবর্তী মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদের জন্যে প্রার্থী করেছেন! নাকি বিষয়টা একেবারেই কাকতালীয়!

কে এই ঊষা চিলুকুরি ভ্যান্স?

ঊষার (Usha Vance) পরিবার আদতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা হলেও তাঁর বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে। ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন উষা চিলুকুরি। ঊষার বাবা পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মা বায়োলজিস্ট। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুসারে, ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে স্নাতক পাশ করেছেন ঊষা (Usha Vance)। এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঊষা কর্মজীবন উল্লেখ করার মতন। ইয়েল জার্নাল অফ ল অ্যান্ড টেকনোলজির সম্পাদক ছিলেন তিনি। পাশাপাশি ইয়েল ল জার্নালের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট এডিটর হিসেবে কাজ করে কৃতিত্ব অর্জন করেছেন। কেমব্রিজে গেটস ফেলো হিসাবে উচ্চশিক্ষা চালিয়ে যান ঊষা। পরবর্তীকালে মুঙ্গের, টোলেস এবং ওলসনের মত ক্যালিফোর্নিয়ার কিছু বিশিষ্ট আইন সংস্থাতেও কাজ করেছেন ঊষা (Usha Vance)।

ইয়েল ল স্কুলে পড়ার সময়ে জেডি ভ্যান্সের (JD Vance) সঙ্গে পরিচয় হয় ঊষার (ভ)। ২০২৪ সালে কেন্টাকিতে হিন্দু ধর্ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঊষা এবং জেডি। দম্পতি তিন সন্তান রয়েছে। ইওয়ান, বিবেক এবং মিরাবেল। জানা যায়, কেমব্রিজে থাকাকালীন বিভিন্ন বামপন্থী এবং উদারপন্থী দলের সঙ্গে যোগাযোগ তৈরি হয় ঊষার। ২০১৪ সালে খাতায় কলমে একজন ডেমোক্র্যাট হিসাবে পরিচিতি তৈরি হয় তাঁর।