Donald Trump Assassination Attempt: হামলার পর ডান কানে ব্যান্ডেজ বেধে জনসমক্ষে ডোনাল্ড ট্রাম্প
প্রাক্তন প্রেসিডেন্টের রক্তাক্ত ছবি দেখে কার্যত শিউরে ওঠে গোটা বিশ্ব। ওই ঘটনার পর এবার ফের জনসমক্ষে এলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। ডান কানে সাদা রঙের ব্যান্ডেজ বেধে নির্বাচনী সভায় হাজির হন রিপাবলিকানদের অনুষ্ঠানে।
পেনসিলভানিয়ায় হামলার পর এই প্রথম সাধারণ মানুষের সামনে এলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। গত শনিবার পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী জনসভায় হাজির হলে, সেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা চলে (Donald Trump Assassination Attempt)। বরাত জোরে রক্ষা পান ট্রাম্প। প্রাক্তন প্রেসিডেন্টের রক্তাক্ত ছবি দেখে কার্যত শিউরে ওঠে গোটা বিশ্ব। ওই ঘটনার পর এবার ফের জনসমক্ষে এলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। ডান কানে সাদা রঙের ব্যান্ডেজ বেধে নির্বাচনী সভায় হাজির হন রিপাবলিকানদের অনুষ্ঠানে। আমেরিকাকে আবার নতুন করে সবল করে তুলুন বলে নির্বাচনী জনসভায় ডাক দেন ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন: Donald Trump Assassination Attempt: 'জগন্নাথের কৃপায় রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প', মনে করছে ISKCON
প্রসঙ্গত আগামী ৫ নভেম্বর ভাগ্য নির্ধারণ হবে আমেরিকার (US) পরবর্তী প্রেসিডেন্টের। ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন, কে বসবেন আমেরিকার মসনদে, তা স্থির করবেন মার্কিন মুলুকের নাগরিকরা।