IPL Auction 2025 Live

Pakistan: দেশে লুকিয়ে থাকা আফগানদের ফেরৎ পাঠাচ্ছে পাকিস্তান, চলছে খোঁজ

পাক সরকার তাঁদের আফগানিস্তানে পাঠাতে পারে, এই ভয়ে সে দেশের বিভিন্ন জায়গায় লুকোতে শুরু করছেন আফগানরা। পাকিস্তানে বসবাসকারী অবৈধ আফগানদের ধরে যাতে শেহবাজ শরিফ সরকার কোনওভাবে তালিবানের জিম্মায় ফেরৎ পাঠাতে না পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করেছেন পাকিস্তানে বসবাসকারী আফগানিস্তানের মানুষ।

Afghans (Photo Credit: Twitter)

যুদ্ধের হাত থেকে বাঁচতে আফগানিস্তান (Afghanistan) থেকে পাকিস্তানে হাজির হয়েছিলেন। বিগত কয়েক বছরে যাঁরা পাকিস্তানকেই (Pakistan) নিজেদের বাড়ি তৈরি করে ফেলেন, এবার সেই আফগানদের শরণার্থীর তকমা দিয়ে তালিবান সরকারের জিম্মায় ফেরাতে ব্যস্ত ইসলামাবাদ। পাক সরকার তাঁদের আফগানিস্তানে পাঠাতে পারে, এই ভয়ে সে দেশের বিভিন্ন জায়গায় লুকোতে শুরু করছেন আফগানরা। পাকিস্তানে বসবাসকারী অবৈধ আফগানদের ধরে যাতে শেহবাজ শরিফ সরকার কোনওভাবে তালিবানের জিম্মায় ফেরৎ পাঠাতে না পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করেছেন পাকিস্তানে বসবাসকারী আফগানিস্তানের মানুষ।

রিপোর্টে প্রকাশ, প্রায় ১.৭  মিলিয়ন আফগান এই মুহূর্তে পাকিস্তানে বসবাস করছেন। সরকারি নির্দেশ ব্যাতীত ওই আফগানরা পাককিস্তানের একাধিক জায়গায় বসবাস করছেন বলে খবর। আইনি অনুমতি না নিয়েই ওই আফগানরা পাকিস্তানে বসবাস করছেন বলে খবর।

জানা যাচ্ছে, হত অক্টোবরে প্রায় ৬ লক্ষ আফগানকে দেশে ফিরিয়েছে পাকিস্তান সরকার। একনও কয়েক মিলিয়ন আফগান পাকিস্তানের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছেন। ফলে তাঁদের খুঁজে বের করে আফগানিস্তানে ফেরৎ পাঠানোর কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।