Taliban Stop Female Students: আফগানিস্তানে মেয়েদের পড়া বন্ধ, দেশের বাইরে যেতেও ছাত্রীদের আটকাচ্ছে তালিবান

সম্প্রতি বিমানবন্দর থেকে ৬০ পড়ুয়াকে বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেয় তালিবান। ছাত্রীরা কোনওভাবে সটুডেন্ট ভিসা নিয়ে আফগানিস্তান ছাড়তে পারবে না বলে কড়া নির্দেশ তালিবানের।

Afghan Student (Photo Credit: Twitter)

দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মেয়েদের পড়াশোনা প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে তালিবান। মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে, তার জন্য তালিবান গোটা আফগানিস্তান জুড়ে বিশ্ববিদ্য়ালয়ে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করেছে। আর এবার বিদেশে গিয়েও যাতে মেয়েরা পড়াশোনা করতে না পারে, তার ব্যবস্থা করল তালিবান।  পড়াশোনার জন্য যাতে কোনও আফগান ছাত্রী দুবাইতে না যেতে পারে, সেদিকে নজর নজর তালিবানের। দুবাইতে স্কলারশিপ যোগাড়ের পর ১০০ আফগান পড়ুয়া দেশ ছাড়তে চাইলে, তাঁদের আটকানো হয় বলে খবর। বিমানবন্দরে যখনই মেয়েদের হাতে স্টুডেন্ট ভিসা দেখছে, তখনই তা বাতিল করছে তালিবান।  স্টুডেন্ট ভিসা নিয়ে মেয়েরা কোনওভাবে আফগানিস্তান ছাড়তে পারবে না বলে তালিবান অফিসিয়ালদের তরফে জানানো হয়।

সম্প্রতি বিমানবন্দর থেকে ৬০ পড়ুয়াকে বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেয় তালিবান।  ছাত্রীরা কোনওভাবে সটুডেন্ট ভিসা নিয়ে আফগানিস্তান ছাড়তে পারবে না বলে কড়া নির্দেশ তালিবানের।

শুধু তাই নয়, স্বামী, বাবা, দাদা ছাড়া মহিলারা একা কোনওভাবে বিদেশে যাতে পারবেন না বলেও জানায় তালিবান।  সবকিছু মিলিয়ে যত দিন গড়াচ্ছে তত জটিল হচ্ছে আফগানিস্তানের অবস্থা।