Afghanistan: ক্ষমতায় এসেই কাবুল বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে বরখাস্ত তালিবানের, ইস্তফা ৭০ অধ্যাপকের
কাবুল বিশ্ববিদ্যালয় থেকে বাবুরির মতো একজন শিক্ষাবিদকে সরিয়ে কীভাবে মহম্মদ আশরফ ঘইরতকে নিয়ে আসা হয়, তা নিয়ে সামাজিক মাধ্যমে জোর সমালোচনা শুরু হয়ে যায়৷
কাবুল, ২৩ সেপ্টেম্বর: ঐতিহ্যশালী কাবুল বিশ্ববিদ্যালয়ের (Kabul University) সম্মানহানি হয়েছে৷ এমনই অভিযোগ করে পরপর ৭০ জন অধ্যাপক কাবুল বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে থেকে ইস্তফা দেন৷ যা নিয়ে কার্যত তোলপাড় শুরু হয়েছে গোটা আফগানিস্তান (Afghanistan) জুড়ে৷
রিপোর্টে প্রকাশ, ক্ষমতায় আসার পর কাবুল (Kabul) বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার উপাচার্য মহম্মদ ওসমান বাবুরিকে বরখাস্ত করে তালিবান (Taliban)৷ মহম্মদ ওসমান বাবুরির জায়গায় নিয়ে আসা হয় মহম্মদ আশরফ ঘইরতকে৷ বাবুরির বরখাস্তের সিদ্ধান্তের প্রতিবাদ করেই কাবুল বিশ্ববিদ্যালয় থেকে পরপর ৭০ জন অধ্যাপক ইস্তফা দেন৷
আরও পড়ুন: Kareena Kapoor Khan: মালদ্বীপে কালো বিকিনিতে করিনা, ভাইরাল ছবি
কাবুল বিশ্ববিদ্যালয় থেকে বাবুরির মতো একজন শিক্ষাবিদকে সরিয়ে কীভাবে মহম্মদ আশরফ ঘইরতকে নিয়ে আসা হয়, তা নিয়ে সামাজিক মাধ্যমে জোর সমালোচনা শুরু হয়ে যায়৷ গত বছর এক সাংবাদিক যখন তালিবানের হাতে খুন হন, সেই ঘটনার সাফাই দিয়ে ঘইতরকে টুইট করতে দেখা যায়৷ কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বহাল হওয়ার পর ঘইতরের তালিবান ঘনিষ্ঠতা নিয়ে সরব বিরোধীরা৷ পাশাপাশি ঘইতরের ওই পুরনো টুইট নিয়েও শুরু হয়েছে চর্চা৷ একজন পিএইচডি ডিগ্রিধারী উপাচার্যকে সরিয়ে কীভাবে ঘইতরের মতো সাধারণ মানের শিক্ষা আধাকারিককে ওই পদে নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই৷
খাম্মা প্রেস নিউজ এজেন্সির সূত্রে খবর, বাবুরিকে সরিয়ে ঘইতরের নিয়োগ নিয়ে তালিবানে নেতৃত্বের কেউ কেউ সমালোচনা শুরু করেছেন৷ প্রসঙ্গত তালিবান ক্ষমতায় আসার পর সম্প্রতি দেশের মাদ্রাসা এবং স্কুলগুলি খুলতে শুরু করেছে৷ তবে সেখানে ছাত্রদের সঙ্গে ছাত্রীদের পড়াশোনার অধিকার দেওয়া হয়নি বলে খবর৷