Pakistan: তালিবানের ভয়ে পালিয়ে সীমান্ত টপকাচ্ছে আফগান সেনা, দাবি পাকিস্তানের

ছবি ট্য়ুইটার

কাবুল, ২৭ জুলাই: তালিবানের (Taliban) ভয়ে সীমান্ত পার করে পাকিস্তানে ঢুকে পড়েছেন ৪৬ জন আফগান সেনা৷ উত্তর-পশ্চিম পাকিস্তান সীমান্ত টপকে আফগানিস্তানের (Afghanistan) সেনারা তাদের দেশে প্রবেশ করেছেন৷ যার মধ্যে বেশ কয়েকজন আফগান সেনা অফিসারও রয়েছেন৷ পাকিস্তান সেনাবাহিনীর এমনই বিস্ফোরক দাবিকে কার্যত নস্যাৎ করে দেওয়া হল আফগান সরকারের তরফে৷

আফগানিস্তান সীমান্ত টপকে তাদের দেশের কোনও সেনা কর্মী পাকিস্তানে প্রবেশ করেননি৷ পাকিস্তান কেন অহেতুক গুজব ছড়াচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয় আফগান সরকারের তরফে৷

সম্প্রতি পাক সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয়৷ যেখানে পাক সেনা দাবি করে, খাইবার পাখতুনওয়া প্রদেশের (Khyber Pakhtunkhwa Provinc)  চিত্রাল নামে একটি জায়গায় সীমান্ত টপকে আসা আফগান সেনাদের আশ্রয় দেওয়া হয়েছে৷ খাবার, নিরাপত্তা এবং চিকিৎসার মতো সমস্ত কিছু দেওয়া হয়েছে তাঁদের৷ তালিবানের ভয়েই আফগানিস্তান ছেড়ে ওই সেনা কর্মীরা পাকিস্তানের মধ্যে প্রবেশ করেছেন বলে দাবি করে পাক সেনা৷  পাকিস্তানের এহেন বিবৃতির পর ক্ষেপে যায় আফগানিস্তান৷ এবং পাকিস্তানের দাবিকে নস্যাৎ করে দেওয়া হয় তাদের তরফে৷

আরও পড়ুন: Assam-Mizoram Border Violence: 'ব্যর্থ' শাহ, 'গণতন্ত্রের মৃত্যু', অসম-মিজোরাম সংঘাত নিয়ে আক্রমণ রাহুল, অভিষেকের

কাবুলে সাংবাদিকদের মুখোমুখে হয়ে পাকিস্তানের (Pakistan) ওই দাবির বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করেন আফগান সেনার মুখপাত্র জেনারেল আজমল ওমর শিনওয়ারি৷ শুধু তাই নয়, আফগান সেনার পোশাক পরে পাকিস্তান সেনা বাহিনীর তরফে একটি ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে৷ সেখানেই দাবি করা হয়, সীমান্ত টুপকে আফগান সেনা কর্মীরা পাকিস্তানে ঢুকে পড়ছেন৷ যা কার্যত মিথ্যে৷