Gang Rape: অলিম্পিকের আবহে অস্ট্রেলিয়ান তরুণীকে গণধর্ষণের অভিযোগ, প্রশ্নের মুখে প্যারিসের নিরাপত্তা
অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, অভিযুক্তরা আফ্রিকার বাসিন্দা। যদিও তাদের পরিচয় পাওয়া যায়নি এখনও। ঘটনার তদন্ত করছে পুলিশ।
নয়াদিল্লিঃ অলিম্পিক (Olympic) শুরু আগেই প্রশ্নের মুখে প্যারিসের (Paris) নিরাপত্তা। প্যারিসের বুকে অস্ট্রেলিয়ান (Australian) তরুণীকে গণধর্ষণের (Gang Rape)অভিযোগে তোলপাড় ফ্রান্স (France)। পাঁচ যুবক মিলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রাণে বাঁচতে মধ্যরাতে এক কাবাবের দোকানে আশ্রয় নেন নির্যাতিতা। ঘটনাটি ঘটেছে ২০ জুলাই মধ্যরাতে। প্যারিস পুলিশ সূত্রে খবর, ১৯ জুলাই প্যারিসের একটি পানশালায় গিয়েছিলেন ওই তরুণী। সেখানে মদ্যপান করেন। ওই পানশালাতেই আলাপ হয় এক যুবকের সঙ্গে। পরদিন, ২০ জুলাই ফের দেখা করেন তাঁরা। রাতের দিকে একটি পানশালায় যান তাঁরা। সেখানেই নিজের চার বন্ধুকে ডেকে পাঠান ওই যুবক। এরপরই একটি জায়গায় তুলে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণ করে পাঁচ যুবক। ঘটনার পর কোনওরকমে তাদের হাত থেকে পালিয়ে একটি কাবাবের দোকানে আশ্রয় নেন ওই তরুণী। ওই দোকানে গিয়ে গোটা ঘটনাটি জানান তিনি। এরই মধ্যে তরুণীর খোঁজে ওই দোকানে হাজির হয় পাঁচ অভিযুক্ত। কয়েক জন মিলে ওই যুবককে ধরার চেষ্টা করেন। শুরু হয় ধাক্কাধাক্কি। তবে শেষমেশ সেখান থেকে পালিয়ে যায় যুবকের দল। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গো্টা ঘটনাটি। এরপরই পুলিশের দ্বারস্থ হন তরুণী। অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, অভিযুক্তরা আফ্রিকার বাসিন্দা। যদিও তাদের পরিচয় পাওয়া যায়নি এখনও। ঘটনার তদন্ত করছে পুলিশ।