IPL Auction 2025 Live

Belgium: অন্যদের হয়ে কোভিড টিকার ৮ টি ডোজ শরীরে, শ্রীঘরে যুবক

করোনাকালে যত দ্রুত কোভিড টিকার দুটি ডোজ নিয়ে নেওয়া যাবে ততই মঙ্গল। এই পরিস্থিতিতে সবাই তাইই করতে চাইছেন। কিন্তু করোনাকে বাঁধ দিতে পর পর আটটি ডোজ কেউ নিয়েছেন? এমনটাই ঘটেছে বেলজিয়ামে (Belgium)। এ

Representational Image (Photo Credit: Pixabay)

করোনাকালে যত দ্রুত কোভিড টিকার দুটি ডোজ নিয়ে নেওয়া যাবে ততই মঙ্গল। এই পরিস্থিতিতে সবাই তাইই করতে চাইছেন। কিন্তু করোনাকে বাঁধ দিতে পর পর আটটি ডোজ কেউ নিয়েছেন? এমনটাই ঘটেছে বেলজিয়ামে (Belgium)। এবং আটটি ডোজ নেওয়ার পরেও দিব্যি সুস্থ আছেন তিনি। তবে টিকাকেন্দ্রের কর্তৃপক্ষের নজর থেকে বাঁচতে পারলেন না। ধরা পড়ে গেলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আসেনি। জানা গেছে, অতিরিক্ত ডোজ নেওয়ার জন্য টাকা পেয়েছেন তিনি। যাঁরা নিজেরা ডোজ নিতে রাজি নন, তাঁরা নিজেদের পরিচয়পত্র ওই ব্যক্তির হাতে তুলে দিয়েছেন। এভাবেই বিভিন্ন টিকাকেন্দ্রে গিয়ে দুইয়ের অধিক ডোজ সংগ্রহ করেছেন অভিযুক্ত। আরও পড়ুন-Christmas Celebration In Goa: বড়দিন -বর্ষবরণের আনন্দে মেতে উঠতে তৈরি গোয়া, দেখুন ছবি

গোটা ঘটনায় হতবাক বেলজিয়ামের স্বাস্থ্য দপ্তর। কবে থেকে কীভাবে এই গাফিলতি চলছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের ভুয়ো টিকাপ্রার্থীকে চিহ্নিত করে যথাযথ শাস্তির বিধানও দেওয়া হচ্ছে। টিকাকরণ প্রক্রিয়া চালু হয়েছে বছর ঘুরতে গেল এখনও সবাই টিকার আওতায় আসেননি। এদিকে হু হু করে বাড়ছে ওমিক্রন। এই পরিস্থিতিতে এহেন খবর প্রকাশ্যে আসায় অস্বস্তিতে সেদেশের স্বাস্থ্য কর্তারা। হতবাক প্রশাসন।