Balochistan: বালুচিস্তানে গিরিখাতে বাস পড়ে মৃত কমপক্ষে ৪১
পাকিস্তান অধিকৃত বালুচিস্তানের একটি গিরিখাতে বাস উলটে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৪১ জনের। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের লাসবেলা জেলায়।
লাসবেলা: পাকিস্তান (Pakistan) অধিকৃত বালুচিস্তানের (Balochistan) একটি গিরিখাতে (ravine) বাস উলটে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৪১ জনের। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের লাসবেলা (Lasbela) জেলায়।
এই দুর্ঘটনার কথা স্বীকার করে লাসবেলার সহকারী কমিশনার হামজা অনজুম (Hamza Anjum) জানান, ৪৮ জন যাত্রীকে নিয়ে একটি বাস কোয়েট্টা (Quetta) থেকে করাচি (Karachi) যাচ্ছিল। লাসবেলার কাছে এসে বাসটি একটি সেতুর পিলারে ধাক্কা খেয়ে নিচে গিরিখাতে পড়ে যায়। পরে আগুন ধরে যায় বাসটিতে। এর ফলে বাস থাকা সবযাত্রীই মারা যেতে পারেন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, বাসটি অতিরিক্ত জোরে আসছিল। লাসবেলার কাছে একটি জায়গায় ইউ টার্ন (U-turn) নেওয়ার সময় আচমকা একটি সেতুর (bridge) পিলারে (pillar) ধাক্কা মেরে গিরিখাতে পড়ে যায়।
হামজা আরও জানান, একটি শিশু ও মহিলা-সহ তিনজনকে এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। বাস থেকে উদ্ধার হওয়া মৃতদেহগুলিকে এখনও শনাক্ত করা যায়নি। তাদের শনাক্ত করার জন্য ডিএনএ (DNA) পরীক্ষা করা হবে।