IPL Auction 2025 Live

Israel-Hamas War: যুদ্ধবিরতি অধরাই, গাজায় ফের ১৮ জন শিশুসহ ২২ জন নিহত

ইজরায়েল দক্ষিণ গাজার রাফা শহরে রবিবার ফের হামলা চালায়

Israel-Hamas War (Photo Credit: File Photo)

নয়াদিল্লি: ইজরায়েল (Israel) দক্ষিণ গাজার (Southern Gaza) রাফা শহরে রবিবার ফের হামলা চালায়, এতে ১৮ জন শিশুসহ ২২ জন নিহত হয়েছে। গত ৭ অক্টোবর প্রথম ইজরায়েলে রকেট নিক্ষেপ করে প্যালেস্তাইনের সশস্ত্র সংগঠন হামাস। তার পর থেকে যুদ্ধে এখনও বিরতি পড়েনি। ইজরায়েলের ভূমিকার তীব্র নিন্দা করছে বিশ্বের অনেক দেশ। যুদ্ধ পরিস্থিতি নিয়ে বার বার বৈঠকও হয়েছে রাষ্ট্রপুঞ্জে। কিন্তু যুদ্ধবিরতি অধরাই।

আরও পড়ুন: Sri Lanka: শ্রীলঙ্কায় কার রেসিং ইভেন্টের সময় মারাত্মক দুর্ঘটনা;ঘটনায় ৭ জন নিহত ও ২৩ জন গুরুতর আহত (দেখুন ভিডিও)

হতাহত নিয়ে এখনও পর্যন্ত যে পরিসংখ্যান সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, গাজায় সবমিলিয়ে ৩৪০০০-এরও বেশি জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ তাঁদের বাড়িঘর ছেড়ে উপকূলীয় ছিটমহলের অন্যান্য অংশে পালিয়ে গিয়েছে।