Brazil: ব্রাজিলে বিপর্যয়, প্রবল বন্যায় মৃত্যু ১৪৫ জন, নিখোঁজ ১৩২

বন্যায় ১৪৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ১৩২ জন। কয়েক লক্ষ মানুষ বাধ্য হয়ে তাঁদের বাড়িঘর ছেড়েছেন।

Weather Catastrophe in Brazil (Photo Credit: X)

নয়াদিল্লি: প্রবল বৃষ্টিতে দক্ষিণ ব্রাজিলে নদীর জলস্তর আবার বেড়েছে, বন্যায় ১৪৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ১৩২ জন। কয়েক লক্ষ মানুষ বাধ্য হয়ে তাঁদের বাড়িঘর ছেড়েছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এল নিনোর আবহাওয়ার কারণে জলবায়ু পরিবর্তনের জন্য এমনটা ঘটেছে।

আরও পড়ুন: Northen Lights in Europe: বিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড়, ইউরোপ জুড়ে দেখা গেল অরোরা

সাও লিওপোল্ডো শহরে রাস্তার পাশে পার্ক করা গাড়ির একটি লাইন বন্যার অর্ধেক ডুবে যায়। সূত্রে খবর, অনেকের বাড়ির দ্বিতীয় তলা পর্যন্ত জল জমে যায়। সূত্রে খবর, বর্তমানে জলস্তর কিছুটা নিচে নেমেছে তবে, বৃষ্টি না থামলে নদীর জলস্তর আরও বাড়তে পারে।