China Rains: শুলানে ভারী বৃষ্টিপাতে নিহত ১৪, নিখোঁজ ১
বিগত গত কয়েকদিন ধরে চীনে প্রবল বৃষ্টিতে বিপর্যয় সৃষ্টি হয়েছে। বন্যায় জনজীবন ব্যস্ত হয়ে পড়েছে।
বেইজিং: বিগত গত কয়েকদিন ধরে চীনে প্রবল বৃষ্টিতে বিপর্যয় সৃষ্টি হয়েছে। বন্যায় জনজীবন ব্যস্ত হয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড় দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণহীন করে তুলেছে।সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন উত্তর-পূর্ব চীনে রবিবার রাত ১০টা পর্যন্ত ১৪ জন নিহত এবং একজন নিখোঁজের কথা।
খবরে প্রকাশ, জিলিন প্রদেশের শুলান শহরে টানা পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে। সেখানে ছয়জন মারা যান এবং চারজন নিখোঁজ হন। স্থানীয় দুর্যোগ ত্রাণ সংস্থা জানিয়েছে, ৭০০,০০০-এর বেশি শহর থেকে ১৮,৯০০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। আরও পড়ুন : Pakistan Train Accident: পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, হত ২২, দেখুন ভিডিয়ো
উল্লেখ্য, ভারী বৃষ্টিপাত এবং ডক্সুরি টাইফুন জুলাইয়ের শেষ থেকে উত্তর চীনকে প্রভাবিত করেছে, লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। গত সপ্তাহে বেইজিংয়ের কাছে এবং পার্শ্ববর্তী হেবেই প্রদেশে বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে।