Israel-Palestine Conflict: গাজার শরণার্থী শিবিরে হামলা, নিহত ১২ জন প্যালেস্তাইন
ইজরায়েলের হামলায় ১২ প্যালেস্তাইন (Palestinian) নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪০ জন।
নয়াদিল্লি: গাজার (Gaza) শরণার্থী শিবিরে খাবার বিতরণ কেন্দ্রে ইজরায়েলের হামলায় ১২ প্যালেস্তাইন (Palestinian) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, তাঁরা এ ঘটনা থেকে শিক্ষা নেবেন। ঘটনাটি তদন্ত করবেন। সম্প্রতি গাজার একটি স্কুলে ইজরায়েল হামলা চালায়। এতে শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮০ জন।
শনিবার হামাস ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর সমালোচনা করে বলেছে, ‘এই হত্যাযজ্ঞ আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যার ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রের সমর্থনে ঢাকা পড়েছে।’
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার পরিপ্রেক্ষিতে ইজরায়েল প্যালেস্তাইন ভূখণ্ডে যুদ্ধ শুরুর পর থেকে গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪২ হাজার ১৭৫ জন নিহত হয়েছেন এবং ৯৮ হাজার ৩৩৬ জন আহত হয়েছেন।